কাঁচা বাদাম গানের আইডিয়া কিভাবে পেয়েছিলেন ভুবন বাদ্যকর?

কাঁচা বাদাম গানের আইডিয়া  কিভাবে পেয়েছিলেন ভুবন বাদ্যকর?
ভাইরাল হওয়া গান কাচা বাদাম এর জন্য রাতারাতি ইন্টারনেট সেনসেশন হয়ে উঠেছেন ভুবন বাদ্যকর। নিজের লেখা এবং সুর করা এই গানটি গেয়ে তিনি খ্যাতি পেয়েছেন বিশ্বজুড়ে। ভারত-বাংলাদেশ ছাড়াও ইউরোপ মহাদেশের অনেক বিদেশি ইউটিউবারও এই গানে রিল বানিয়েছেন। সম্প্রতি এই ভুবন বাদ্যকর প্রতিযোগী হিসেবে এসেছিলেন দাদাগিরির মঞ্চে। সেখানেই গানটি ভাইরাল হওয়ার কারণ হিসেবে ভুবন বাদ্যকর বলেন,গানটির সাধারণ কথা ও সাধারণ সুরের জন্যই এই গানটি ভাইরাল হয়েছে। গানটির নেপথ্যের গল্পে ভুবন বলেন, বীরভূমে আমার জন্ম। দাদা-বউদি, দাদাদের ছেলে, নাতি-পুতি সবাইকে নিয়ে একটা ভাঙা ঘরে থাকি। ছোট থেকেই খেটে খেয়েছি। একসময় দেখলাম সংসারে অভাব। প্রতিদিন খাটার কাজ পাচ্ছিলাম না। তাই বাদাম বেচতে শুরু করলাম। একদিন গুদামে গিয়ে দেখলাম ভাঙা মোবাইল নিচ্ছে, ছেড়া চুল নিচ্ছে, হাসের পালক নিচ্ছে। এরপর বাদাম বেচার সময় সেই কথাগুলোই বলতে থাকলাম। দেখলাম তালে তালে হয়ে যাচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow