কপিরাইট ফ্রি ফুটেজ এবং মিউজিকের জন্য বেস্ট ওয়েবসাইট
আমরা অনেকেই আছি যারা সাধারণত ভিডিও এডিট এর জন্য বিভিন্ন ধরনের ইফেক্ট ইউজ করে থাকি এবং সেই ভিডিও সম্পাদনা করার জন্য আমাদের প্রয়োজন হয় ভিডিও ইফেক্ট ,ব্যাকগ্রাউন্ড মিউজিক,সাউন্ড ইফেক্ট আরো কিছু ম্যাটারিয়াল। কিন্তু অনেকেই আবার এই ইফেক্ট গুলোতে কপিরাইট থাকার জন্য ইউজ করতে পারিনা। তাই আপনাদের সেই সাধারন সমস্যার সমাধান এর জন্য আজকের আমার এই পোস্ট।
তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আপনার ফোনের বা কম্পিউটার এর যেকোন ব্রাউজার ওপেন করুন। এরপর নিচের লিংকটিতে প্রবেশ করুন ।
Mixkit.co
আমরা অনেকই ইউটিউবে অনেক কুরআন তেলোয়াত ভিডিওতে দেখতে পাই এবং তারা লিরিক্স ভিডিওতে প্রতিটি কোরআন এর আয়াতে বিভিন্ন ধরনের ভিডিও স্লাইড ভিডিও রেডি করে তাতে বিভিন্ন রকম এর গাছ পালা / সাগর/পাহার /আকাশ ইত্যাদি সেগুল ভিডিও দেয়া থাকে ঐ রকম ভিডিও ইফেক্ট আপনি চাইলে এই ওয়েবসাইট থেকে নামিয়ে নিতে পারবেন। এই ওয়েবসাইটে এগুলো প্রায় ৪১ হাজারের মতোন স্টক ভিডিও পাবেন । ভিডিও কোয়ালিটি গুলো খুবই ভাল মানের অর্থাৎ একদম 4k রেজুলেশনের ভিডিও পাবেন।
সাউন্ড ইফেক্ট আছে প্রায় ৩হাজার এর বেশি। এই ওয়েবসাইটে আপনি সব রকমের সাউন্ড ইফেক্ট শুনে প্লে করে ডাউনলোড করতে পারবেন। প্রতিটি সাউন্ড ইফেক্ট একদম ক্লিয়ার ও হাই কোয়ালিটি ।
ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো রয়েছে এক হাজার এর বেশি ।মিউজিক গুলোতে আছে Ambient,Cinematic,Corprate,Drum & Bass,Expremental,Funk,Hiphop And Jazz ব্যাকগ্রাউন্ড মিউজিক।সব গুলো মিউজিক একদম ভালো কোয়ালিটির।
ভিডিও ইন্ট্রো: আপনারা চাইলে এই ওয়েবসাইট থেকে বিভিন্ন ধরণ এর ভিডিও ইন্ট্রো তৈরি করতে পারবেন। সেই সাথে কম্পিউটারের ভিডিও এডিটর যেমন : Adobe Premiere Pro ,After Effects,Dinal cut pro,DaVinci Resolve সফটওয়্যার ইউজ এর মাধ্যমে ভিডিও ইন্ট্রো তৈরি করতে পারবেন।
আপনারা চাইলে এই ওয়েবসাইট এর সার্চ আইকন থেকে অনেক রকমের আইকন এবং ডাউনলোড করতে পারবেন।ভিডিও এডিট এর বিভিন্ন ইফেক্ট ডাউনলোড করার জন্য এই ওয়েবসাইট এর তাৎপর্য অপরিহার্য।
What's Your Reaction?