ওয়েব সিরিজ 'গুটি'ঃ যেমন দেখলাম..

ছয় পর্বের সিরিজ 'গুটি' দেখতে একটু দেরিই হলো। নির্মাতা শঙ্খ দাসগুপ্তের আগের কাজ 'বলি' আহামরি ভাল লাগে নি। তবে 'গুটি'তে মেকিং ও কাহিনির বিন্যাস মোটামুটি ভাল হয়েছে।

ওয়েব সিরিজ 'গুটি'ঃ যেমন দেখলাম..

ছয় পর্বের সিরিজ 'গুটি' দেখতে একটু দেরিই হলো। নির্মাতা শঙ্খ দাসগুপ্তের আগের কাজ 'বলি' আহামরি ভাল লাগে নি। তবে 'গুটি'তে মেকিং ও কাহিনির বিন্যাস মোটামুটি ভাল হয়েছে।

আহামরি কিছু না হলেও সিরিজটা খুবই রিয়েলিস্টিক ভঙ্গিতে বলা হয়েছে। বাঁধনকে মনে হয়েছে বাস্তব জীবনে নিজের মেয়েকে নিয়ে যুদ্ধটা পর্দায় ড্রাগ ডিলার হিসাবে পারফর্ম করে দেখালেন।

পত্রিকায় পড়া কিংবা টিভির পর্দায় হয়তো দেখে থাকবেন, নারী ড্রাগ ডিলার পায়ুপথে ইয়াবা ডেলিভারি করতে গিয়ে আটক হয়েছে পুলিশের কাছে। এখানে সুলতানাকে দেখা গেছে একটা চক্রের হয়ে সেরকম কাজ করতে। তবে দৈহিক ও পারিবারিকভাবে নানা সমস্যায় জর্জরিত হয়ে এবং মেয়ে মুন্নির ভবিষ্যতের কথা ভেবে সুলতানা বাজে লাইন ছেড়ে দিতে চায়। 

সুলতানা সমসাময়িক দারুন একটা চরিত্র, যা বাঁধন খুব ভালভাবে পারফর্ম করেছে। শাহরিয়ার নাজিম জয়, শরীফ সিরাজ, মৌসুমি হামিদ, নাসিরুদ্দিন খান সবাই যার যার জায়গায় ভাল। তবে সুলতানাকে কেন্দ্রীয় চরিত্রে বেশি প্লেস দিতে গিয়ে বাকিদের বিল্ড আপটা জমানো যায় নি। ভাল লেগেছে মিউজিক ও এপিসোড ডিজাইন তবে গল্পে বোরিং জায়গা অনেক। 

Person rating: 6.5/10

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow