এয়ারপোর্টে ঘুরছেন নগ্ন মহিলা
#ডেনভার : বিমানবন্দরে হেঁটে চলেছেন এক মহিলা। এমন তো সবসময়ই দেখা যায়। ভোরবেলা আমেরিকার ডেনভার বিমানবন্দরে যা দেখা গেলো তা দেখে লোকের চোখ কপালে উঠলো তা হল মহিলার পরনে কিছুই নেই। এয়ারপোর্টের ভিতরে সম্পূর্ণ নগ্ন হয়ে ঘুরে বেড়ালেন এক মদ্যপ মহিলা।আর তাতেই বেঁধেছে তুমুল হইচই।মহিলাকে দেখেই চমকে ওঠেন নিত্যযাত্রীরা।
প্রাথমিক ঝটকা কাটিয়ে খবর দ্রুত ছড়িয়ে পরে নিরাপত্তা আধিকারিকদের কাছে। এরপরেই খবর পেয়ে ছুটে আসেন নিরাপত্তারক্ষীরা। মহিলাকে কোনক্রমে চাদর দিয়ে ঢেকে হাসপাতালে পাঠানো হয় মহিলাকে।