আপনার ই-কমার্স সাইট সাজাবেন প্রোফেশনাল ভাবে! ই-কমার্স সাইট সাজানোর টিপস-পার্ট ২
                                                    আপনার ই-কমার্স সাইট সাজাবেন প্রোফেশনাল ভাবে! ই-কমার্স সাইট সাজানোর টিপস-পার্ট ২,ই কমার্স টিউটোরিয়াল
                                                
                                                    
                                                                             
                                                                                                     
                        
                                        
                            
                        
        
                        
                            আপনার ই-কমার্স সাইট সাজাবেন প্রোফেশনাল ভাবে! ই-কমার্স সাইট সাজানোর টিপস-পার্ট ২
আগের পার্ট পড়ুন এখানেঃ 
পার্ট ১
ব্লগ বা আর্টিকেল পেজ :
 ই-কমার্স ওয়েবসাইটে একটি ব্লগ পেজ থাকা অতিব জরুরি,কেননা এখানে আপনি আপনার ওয়েবসাইটের প্রোডাক্টের গুণগুত মান সম্পর্কে আপনার ক্রেতাদের অবগত করতে পারেন। আপনি আপনার আপকামিং প্রোডাক্ট কিংবা আপনার টপ সেল হওয়া প্রোডাক্ট সম্পর্কে ছোটখাটো রিভিউ দিতে পারবেন। সেল বাড়াতে ব্লগ বা আর্টিকেল পেজ খুব ভালো ভূমিকা পালন করে। একজন কাস্টমারকে আপনি খুব সহজেই আকৃষ্ট করতে পারবেন। কেননা আপনি প্রোডাক্টের সাথে এত তথ্য তুলে ধরতে পারবেন না, যতটা তথ্য আপনি ব্লগ পেজে তুলে ধরতে পারবেন। ব্লগ পোস্টের সবচেয়ে বড় ধরণের প্লাস পয়েন্ট হচ্ছে এর মাধ্যমে খুব সহজেই আপনি আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করাতে পারবেন।
F A Q পেজ : 
F A Q-এটি হলো এমন একটি পেজ যেখানে একটি ওয়েবসাইট সম্পর্কে বেশকিছু প্রশ্নের উত্তর দেওয়া থাকে। যা কারণে প্রত্যেকটি ক্রেতাকে বারবার এই প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন পরবেনা। যেমন : আপনার প্রোডাক্টে যদি কোন সমস্যা থাকে আপনি কী সেই জিনিসটির রিফান্ড করবেন নাকি করবেন না, শিপিং করার জন্য আপনার প্রতিষ্ঠান কত সময় নিবে, ডেলিভারি টাইম , ডেলিভারি চার্জ বিভিন্ন প্রশ্ন ক্রেতার মাথায় আশাটা খুবই স্বাভাবিক। তাই আপনি এই পেজে আপনার এই সকল প্রশ্নের উত্তর আগে থেকেই দিয়ে রাখতে পারেন। এতে একজন ক্রেতা আপনার পণ্য কেনার আগে এই পেজটি দেখেই আপনার সার্ভিস সম্পর্কে অনেক বেশী আস্থা রাখতে পারবে। এতে একদিকে আপনার সেল যেমন বারবে তেমনি ক্রেতার সংখ্যাও বৃদ্ধি পাবে।
ই-কমার্স সাইট সাজানোর নিয়মঃ 
পার্ট ৩
পার্ট ৩ এ থাকছে এই পেজ গুলো সাজানোর নিয়ম ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়। পাঠক, আজকের আর্টিকেলটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না কমেন্টে এবং দুরন্ততে আপনারা কেমন আর্টিকেল চান তাও লিখে ফেলুন আমাদের কমেন্টে।