আপনার ফেসবুক কতোটুকু নিরাপদ?
কয়েক দশক পেরিয়ে গেলেও জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের জনপ্রিয়তা একটু কমে নি, বরং দিনে দিনে বাড়ছে এর ব্যবহারকারীর সংখ্যা। কিন্তু দিনশেষে একটা সন্দেহ কমি বেশি সবার মনেই উঁকি দেয় কতোটুকু নিরাপদ আমার ফেইসবুক? কিংবা হ্যাকারদের হাত থেকে কিভাবেই বাচাবো আমার ফেইসবুক একাউন্ট! আপনার ফেইসবুক একাউন্ট সুরক্ষিত রাখার কিছু গুরুত্বপূর্ণ টিপসঃ
১. লগ ইনঃ ফেইসবুক একাউন্ট সুরক্ষিত রাখতে আপনার লগ ইন তথ্য ফেইসবুক সার্ভার ছাড়া অন্য কোথাও ব্যবহার করা থেকে বিরত থাকুন। একই কম্পিউটারে অনেক ব্যবহারকারী হলে ফেইসবুক লগ আউট করে রাখুন।
২. পাসওয়ার্ড ঃ ফেইসবুক পাসওয়ার্ড ছোট বড় অক্ষর এবং নাম্বার মিলিয়ে রাখুন এবং তা হতে হবে সর্বনিম্ন আট সংখ্যার৷
৩. ফেইসবুক বন্ধু ঃ ফেইসবুকে বন্ধু বাছাইয়ের ক্ষেত্রে সতর্ক থাকুন। অপরিচিত হ্যাকার যেকোনো সময় মিথ্যা বন্ধু হতে আপনার টাইমলাইনে স্প্যাম ছড়াতে পারে।
৪. সন্দেহজনক সবধরনের লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকুন।