আপনার ফেইসবুক নজরদারিতে কিনা যেভাবে বুঝবেন...
ফেইসবুকের মালিক সংস্থা মেটার পক্ষ থেকে জানানো হয়েছে ফেইসবুক ব্যবহারকারীরা যারা গোপন নজরদারির শিকার, তাদের কাছে স্বয়ংক্রিয়ভাবে সতর্ক নোটিশ পাঠানো হবে। তবে কী ধরনের নজরদারি চালানো হচ্ছে সে বিষয়ে বিস্তারিত জানা যাবে না বলে উল্লেখ করেছেন মেটা কর্তৃপক্ষ।
মেটা আরও জানায়, এ ধরনের কার্যকলাপ সম্পর্কে প্রায় পঞ্চাশ হাজার ব্যবহারকারী কর্তৃপক্ষ থেকে সতর্কবার্তা পাবেন। এসব অভিযোগের মধ্যে রয়েছে
ভুয়া ফেইসবুক একাউন্ট খোলা, হ্যাকিং এর মাধ্যমে এসব ব্যবহারকারীদের তথ্য ছড়িয়ে দেয়া। এমনকি এই গুপ্তচর কোম্পানিগুলো বিভিন্ন সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের টার্গেট করে এসব নজরদারি চালাচ্ছে।