ফুলের পরিবর্তে বিয়েতে পিয়াজের তোড়া!

ফিলিপাইন শহরে পিয়াজের দামে আগুন। মাংসের দামের চেয়েও বেশি। চরম মুদ্রাস্ফীতির মধ্য দিয়ে যাওয়া রান্নাঘরের এই প্রয়োজনীয় উপকরনণটি যেন আকাশের চাদঁ হয়ে গেছে।

ফুলের পরিবর্তে বিয়েতে পিয়াজের তোড়া!

ফিলিপাইন শহরে পিয়াজের দামে আগুন। মাংসের দামের চেয়েও বেশি। চরম মুদ্রাস্ফীতির মধ্য দিয়ে যাওয়া রান্নাঘরের এই প্রয়োজনীয় উপকরনণটি যেন আকাশের চাদঁ হয়ে গেছে।

ক্ষোভের বশবর্তী হয়ে ফিলিপাইন শহরবাসী পিয়াজের নামকরণ করেছে 'নতুন সোনা'। দেশটিতে হাসি-ঠাট্টা, আলোচনা-সমালোচনা সবখানেই এখন পিয়াজের উত্তাপ। সম্প্রতি এক বিয়ে বাড়িতে ঘটে যাওয়া এক ব্যঙ্গ বিলাসী ঘটনায় মুখর হয়ে উঠেছে ফিলিপাইনের সামাজিক যোগাযোগ মাধ্যম।

ভাইরাল হওয়া সেই ভিডিও ক্লিপে দেখা যায়, ফুলের পরিবর্তে হাতে চার কেজি ওজনের বিশাল লাল পিয়াজের তোড়া ধরে আছেন নবদম্পতি। মূলত পিয়াজের বাজারের প্রতি অসন্তোষ জানিয়েই এ সিদ্ধান্ত নিয়েছেন চব্বিশ বছর বয়সী কনে এপ্রিল লাইকা বিয়ারে এবং বর নোবিস। এমনকি বিয়েতে আসা অতিথিদের মাঝেও বিতরণ করা হয় পিয়াজ, সাথে কিছু শাকসবজি।

উল্লেখ্য, ফিলিপাইনে বর্তমানে এক কেজি পিয়াজের মূল্য ৭০০ পেসো (১৩ ডলার সমমান)। গত মাসে সর্বশেষ ১৪ বছরে রেকর্ড মুদ্রাস্ফীতি হয়েছে দেশটিতে। দাম বাড়তির কারণে দেশটির রেস্টুরেন্ট মেনু থেকে বাদ দেয়া হয়েছে পিয়াজ। বিশেষ অনুমতি ছাড়া আমদানিও নিষিদ্ধ করা হয়েছে। পোশাকের গুদামে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে লুকিয়ে রাখা মজুদ পিয়াজ। ফিলিপাইন প্রেসিডেন্ট দেশটির খাদ্য সংকটকে জরুরি অবস্থা বলে ঘোষণা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow