স্মার্টফোনের দিন শেষে আসছে নতুন প্রযুক্তি, কি সেটা? ভবিষৎবাণীতে বিল গেটস!
বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ধনী, সফটওয়্যার ম্যাগনেট এবং পরোপকারী বিল গেটস সাম্প্রতিক এক সময়ে জানিয়েছেন বাজারে আসছে নতুন এক প্রযুক্তি। যা স্মার্টফোনের এই রমরমা দুনিয়াকে নিঃশেষ করে দিবে।
কোন বিষয়ে ভবিষ্যতবানী করার সাহস এবারই প্রথম দেখান নি বিল গেটস। ইতোপূর্বে তিনি আসন্ন মহামারি নিয়ে ভবিষৎবাণী করেছিলেন যা পরবর্তীতে অক্ষরে অক্ষরে সত্যতা মিলেছে। এবার তিনি জানিয়েছেন স্মার্টফোন হটানোর নতুন প্রযুক্তির কথা। যা হবে ইলেক্ট্রনিক ট্যাটু। বিল গেটস মনে করেন, চাওটিক মুন কোম্পানির নতুন প্রযুক্তি ইলেকট্রনিক্স ট্যাটু একটি বায়োটেকনোলজিভিত্তিক কৌশল। এর মাধ্যমে মানবদেহের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা যাবে।
এই ট্যাটু মূলত প্রাথমিক চিকিৎসা ও ক্রিড়া তথ্যের ডাটা সংগ্রহ ও সংরক্ষণ করবে। এই ট্যাটুর মাধ্যমে রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। পাশাপাশি এই ট্যাটুর মাধ্যমে শারীরিক কর্মক্ষমতাকে উন্নত করার সম্ভব হবে।