সূর্যগ্রহণ কী? কিভাবে আমাদের শরীরে প্রভাব ফেলে?
সূর্যগ্রহণ কী এবং কেন? এসব নিয়ে আমাদের আগ্রহের শেষ নেই। ইন্টারনেটে সার্চ করে এই সম্পর্কিত অনেক রকম তথ্য পেলেও অধিকাংশ সময় সন্দিহান থাকতে হয় এর সত্যতা নিয়ে।
 
                                                                                                    সূর্যগ্রহণ কী এবং কেন? এসব নিয়ে আমাদের আগ্রহের শেষ নেই। ইন্টারনেটে সার্চ করে এই সম্পর্কিত অনেক রকম তথ্য পেলেও অধিকাংশ সময় সন্দিহান থাকতে হয় এর সত্যতা নিয়ে। বলা হয়, সূর্যগ্রহণ আমাদের শরীরের জন্য ক্ষতিকারক, তবে বৈজ্ঞানিক ব্যাখা হলো, চোখের উপর ছাড়া শরীরের অন্য কোথাও এটি প্রভাব ফেলে না।
কথিত আছে, সূর্যগ্রহণের কারণে ফুড পয়জনিং, বদ হজম, গর্ভপাত এবং নানান ধরণের অসুখ-বিসুখ হয়ে থাকে। তবে বৈজ্ঞানিক ব্যাখায় এসব তথ্যের কোন সত্যতা কিংবা সন্তোষজনক বিশ্লেষণ নেই। এই ধরণের বিশ্বাস দীর্ঘদিন ধরেই রয়েছে যা বর্তমান প্রজন্ম পর্যন্ত মানুষ অন্ধভাবে বিশ্লেষণ করছে।
তবে সূর্যগ্রহণের সময়ে শিশুদের দিকে খেয়াল রাখা জরুরি। শিশুরা এসব বিষয়ে অতি উৎসাহী হওয়ায় খালি চোখে সূর্যগ্রহণ দেখতে চলে যায়। শিশুর চোখ অত্যন্ত সূক্ষ্ন হওয়ায় সূর্যগ্রহণের সময় সরাসরি তাকালে চোখের রেটিনায় গিয়ে আঘাত করতে পারে। নাসা সূত্রে এসব তথ্য পাওয়া গেছে। তাই শিশুসহ বয়স্কদেরও এসময় সূর্যের দিকে তাকানো থেকে বিরত থাকা উচিত।
What's Your Reaction?
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                     
	                                             
	                                             
	                                             
	                             
	                             
	                             
	                             
	                             
	 
	 
	 
	 
	