স্বামী রাজ্যের 'আদিখ্যেতা'য় খুশি পরীমণি!
আসছে ১০ ফেব্রুয়ারি রাজ-পরীর একমাত্র ছেলে রাজ্য'র অন্নপ্রাশন উৎসব হতে যাচ্ছে। ছেলের প্রথম ভাত খাওয়া কেন্দ্র করে উৎসব আয়োজন শুরু হয়েছে গত ২ ফেব্রুয়ারি থেকেই।
 
                                                                                                    আসছে ১০ ফেব্রুয়ারি রাজ-পরীর একমাত্র ছেলে রাজ্য'র অন্নপ্রাশন উৎসব হতে যাচ্ছে। ছেলের প্রথম ভাত খাওয়া কেন্দ্র করে উৎসব আয়োজন শুরু হয়েছে গত ২ ফেব্রুয়ারি থেকেই। এরই মধ্যে শরীফুল রাজ তার ছেলের মুখেভাত উপলক্ষ্যে সোনার বাটি এবং চামচ কিনেছেন।
সোনার বাটি এবং চামচের ছবি পোস্ট করে ভক্তদের সাথে আনন্দ শেয়ার করেছেন নায়িকা পরীমণি। ছবির ক্যাপশনে লিখেছেন, “বাজানের মুখে ভাতের আয়োজন। রাজ মিথ নিয়ে ফান খুব আরাম করেই করে। এসব ছেলের বাবার কান্ড। সুন্দর না?”
এরপরেই পরীমণি নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে ব্যঙ্গকারীদের কিছুটা খোচাঁ মেরেই বলেছেন, এসবে কেউ আদিখ্যেতা মনে করলে আমার কিন্তু ভালোই লাগবে!” এদিকে কয়েকদিন আগেই রাজ পরীমণিকে গোলাপ ফুলের তোড়া উপহার দিয়েছিলেন। যা পেয়ে খুশিতে টগবগে পরীমণি লিখেছেন, "আমার তুমি আছো রাজ।"
একমাত্র ছেলের আসন্ন অন্নপ্রাশন ঘিরে পরীমণি জানিয়েছেন, চিকিৎসকের পরামর্শেই ছেলেকে ভাত আর সবজি খাওয়াবেন। এই বাজার এবং রান্না পরীমণি নিজেই করবেন। মায়ের হাতে ছেলের প্রথম রান্না খেয়ে রাজ্যের অনুভূতি কেমন হবে এই নিয়েও পরী উদ্বিগ্ন বলে জানিয়েছেন।
What's Your Reaction?
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                     
	                                             
	                                             
	                                             
	                             
	                             
	                             
	                             
	                             
	 
	 
	 
	 
	