মেসেঞ্জার কলে গোপনীয়তা চালু করলো ফেইসবুক!
                                                
                                                    
                        
                                        
                            
                        
        
                        
                            সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক এবার তাদের বার্তা আদান-প্রদান ও কলিংএর মেসেঞ্জার অ্যাপে পরিবর্তন এনেছে। টেক্সট ভার্সনের গোপনীয়তা রক্ষার পর এবার ভিডিও ও অডিও কলিংয়েও এন্ড টু এন্ড এনক্রিপশন' চালু করেছে বিশ্বের অন্যতম প্রধান এই টেক জায়ান্ট।
জানা গেছে, মেসেঞ্জার অ্যাপে অডিও ও ভিডিও কলিং এর পরিমাণ ব্যপকভাবে বৃদ্ধি পাওয়ায়  এমন গোপনীয়তার নীতিমালা অনুসরণ করলো ফেইসবুক। এর আগে টেক্সট মেসেজে এটি ফেইসবুক চালু করেছিল ২০১৬ সালে।
এদিকে ফেইসবুক কর্তৃপক্ষ জানিয়েছে ইনস্টাগ্রামেও এন্ড টু এন্ড এনক্রিপশন' সিস্টেম চালু করার কথা ভাবছে। পরীক্ষামূলকভাবে কয়েকটি দেশে এই ফিচারের পরীক্ষা-নিরীক্ষা চলছে। এ ছাড়া মেসেঞ্জারে ডিসঅ্যাপ্যারিং মেসেজ ফিচারেরও নতুন আপডেট এনেছে ফেইসবুক।