মৃত্যুর আগেই নিজের কুলখানি পালন করলেন মোসলেম মিয়া!
কুলখানি বলতে আমরা যা বুঝি তা হচ্ছে কেউ মারা গেলে তার আত্মার মাগফেরাত কামনা করে যে দোয়া চাওয়া হয়। সাধারণ ভাবে মৃত্যুর ৪০ দিনের মাথায় মৃত ব্যক্তির পরিবার মৃত ব্যক্তির জন্য কুলখানির আয়োজন করে থাকেন। তবে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের ৮৮ বছরের এক বৃদ্ধ মৃত্যুর আগেই নিজের কুলখানি আয়োজন করে আশেপাশে দশ গ্রামের মানুষকে দাওয়াত করে খাইয়েছেন।
৮৮ বছরের এই বৃদ্ধের নাম মোসলেম মিয়া। হজও করেছেন অনেক দিন আগেই। চার ছেলে ও পাচ মেয়ের মধ্যে নিজের সকল বিষয় সম্পত্তি ভাগ করে দিয়েছেন তিনি। প্রত্যেকেই নিজেদের অবস্থানে প্রতিষ্ঠিত। তবে জানা যায় মোসলেম মিয়ার কুলখানির খরচ মোসলেম মিয়া নিজেই বহন করেছেন।
এ বিষয়ে মোসলেম মিয়া বলেন, ইচ্ছে ছিল আল্লাহ যদি আমাকে অর্থশালী করে, তাহলে আমি মৃত্যুর আগেই প্রতিবেশী, নিজ গ্রাম এবং আশেপাশের গ্রামের আত্মীয়স্বজনদের দাওয়াত দিয়ে নিজ হাতে খাওয়াবো। আল্লাহ আমার মনের ইচ্ছে পূরণ করেছেন। যতদিন বেঁচে থাকব, আল্লাহর পথে চলবো। যে কারণে মৃত্যুর আগেই আশেপাশের দশ গ্রামের মানুষকে দাওয়াত করে নিজের কুলখানির আয়োজন করেছি। সবাইকে নিজ হাতে খাওয়াইছি।