বিয়ের পর কুমারিত্ব পরীক্ষায় ফেল করলো বিয়ের কনে! তারপর?
বিয়ের পর প্রচলিত প্রথার নিয়ম অনুযায়ী কুমারিত্ব পরীক্ষা দিতে হয়েছে দুই বোন নববধূকে। কিন্তু সেই পরীক্ষায় পাস করতে পারে না একজন। ভারত মহারাষ্ট্রের কোলপুরে সম্প্রতি এই ঘটনা ঘটেছে। তারপর তাদের নেয়া হলো স্থানীয় পঞ্চায়েতের কাছে।
পঞ্চায়েত থেকে রায় দেয়া হয় বিবাহ বিচ্ছেদের। ফলে ভেঙ্গে গেলো দুই বোনের বিয়ে। যদিও দেশটির সংবিধান অনুযায়ী বিয়ের পর এই ধরণের পরীক্ষা সম্পুর্ণ রুপে নিষিদ্ধ। ভারতীয় গণমাধ্যম সুত্রে জানা গেছে, বিয়ের পর কুমারিত্ব পরীক্ষায় ফেল এবং পঞ্চায়েতের বিচারে বিবাহ বিচ্ছেদের পর বিচার চাইতে স্থানীয় প্রশাসন ও পুলিশের কাছে গিয়েছিলেন সদ্য নববধূদ্বয়ের মা। অভিযোগ পেয়ে দুই বোনের স্বামী, শাশুড়ি এবং পঞ্চায়েতের কতিপয় সদস্যদের গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায় গত নভেম্বরে দুই বোনের বিয়ের পর থেকেই নানাভাবে দুইজনকেই নির্যাতন করতে থাকে তাদের স্বামী এবং শশুড়বাড়ির লোক। বিয়ের আগে তাদের সম্পর্ক ছিল এমন অভিযোগ এনে নানা ভাবে অপদস্থ করার পাশাপাশি মোটা অঙ্কের যৌতুক চাওয়া হয়। সব শেষ গত বৃহস্পতিবার তাদের গ্রেফতার বিয়ে করা হয়।