বাইরের দেশের ভিজিটর নিয়ে নিন ইউটিউব চ্যানেলে
কিছু নিয়ম ফলো করেই বাইরের দেশের ট্রাফিক বা সাবস্ক্রাইবার আনা যেতে পারে যেকোনো ইউটিউব চ্যানেল এ !
ইউটিউব চ্যানেল গ্রো না করার মূল কারণ হলোঃ
১। চ্যানেল লোকেশন বাংলাদেশ দেয়া
২। ভিডিওর ভাষার সেটিংস পরিবর্তন না করা
৩। ভিডিও বাঙালি অডিয়েন্স এর সাথে শেয়ার করা
তাহলে আসুন এই সমস্যাগুলোর সমাধান করি।
১।প্রথমে ইউটিউব স্টুডিও তে যেতে হবে।
২। তারপর বাম কর্ণারে দেখবেন Settings আছে সেখানে ক্লিক দিন।
৩। তারপর চ্যানেল সেকশনে যাবেন
৪। সেখানে দেখুব Country Of Residence নামক একটি অপশন আছে।
৫। সবশেষে এটি পরিবর্তন করে সেই দেশ দিন যেই দেশ ওর ভাষার ভিডিও আপনি তৈরি করছেন।
৬। এরপর সেইভ দিন।
৭। তারপর আবার সেটিং থেকে Upload defaults অপশন এ ক্লিক দিন।
৮। তারপর Advanced settings এ ক্লিক দিন।
৯। তারপর Video Language এ ক্লিক করুন।
১০। এবং ভাষা English করে দিয়ে সেভ দিন।
What's Your Reaction?