ফের ভাইরাল হলো ইলন মাস্কের ভিডিও
এমনিতেই নানা বিষয়ে আলোচনা-সমালোচনার মধ্যে আছেন আর তার মধ্যে থেকেই নেট দুনিয়ায় আবারও ভাইরাল হয়েছে ইলন মাস্কের একটি পুরাতন ভিডিও। ‘টেসলা ওনারস সিলিকন ভ্যালি’ নামক টুইটার পেজ থেকে শেয়ার করা সেই ভিডিও টি ইতিমধ্যেই মধ্যে প্রায় ২০ লাখ মানুষ দেখেছেন। আর তার পাশাপাশি পোস্টটির নিচে মজার সব মন্তব্য করেছেন টুইটার ইউজারদের অনেকেই।
জানা যায়, শেয়ার করা ভিডিও ক্লিপটি ১৯৯৮ সালের। সেসময় মার্কিন গণমাধ্যম সিবিএস সানডে মর্নিংয়ে একটি ইন্টারভিউ দেন টেসলা ও স্পেসএক্স প্রধান ও সাবেক শীর্ষ ধনী ইলন মাস্ক।
ভিডিওটিতে দেখা যায় যে, শুকনো গড়নের ও পাতলা চুলওয়ালা ইলন মাস্ক ব্যখ্যা করছিলেন, কীভাবে তিনি ইন্টারনেট ভিত্তিক যোগাযোগের সব ধরণকে একত্রিত করতে চলেছেন। ইন্টারনেটকে এক কথায় নিজের ভাষায় সংজ্ঞায়িত করার সময় ইলন এটিকে সব যোগাযোগ মাধ্যমের একটি ‘সুপার-সেট’ বলে এটিকে অভিহিত করেন।
What's Your Reaction?