প্রেমিক চুম্বন করছে না এই অভিযোগ নিয়ে থানায় প্রেমিকা!!
                                                
                                                    
                        
                                        
                            
                        
        
                        
                            চুটিয়ে প্রেম করছেন অথচ প্রেমিক-প্রেমিকাদের মাঝে রোমান্টিকতার ছোয়া কিংবা স্পর্শ থাকবে না তা কী করে হয়! এবার সেই শারিরীক স্পর্শ না পেয়ে থানায় অভিযোগ করেছে প্রেমিকা।
সুদূর ইংল্যান্ডের লিঙ্কনশায়ারে ঘটেছে এমন ঘটনা। প্রেমিক কিস না করায় তাকে শাস্তি দিতে ৯৯৯ এ কল করেন প্রেমিকা। 
প্রেমিকার এই অভিযোগ শুনে বেশ হতবাক ই হয় পুলিশ কর্মকর্তারা। জানিয়েছে, শুধু এই ধরনের ঘটনা নয়, ট্রেনের সময় জানতে কিংবা ডেন্টিস্টের নাম্বার জানতেও অনেকেই ৯৯৯ নাম্বারে কল করে থাকেন। প্রেমিক চুম্বন করছে না এমন অভিযোগ জানানো সত্যিই অযৌক্তিক।