পৃথিবীর বাইরেও আছে মানুষের মত বুদ্ধিমান প্রাণী!
মানুষের মত বুদ্ধিমান প্রাণী আর কোথাও আছে কিংবা এ্যালিয়েন নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। আর এই আগ্রহের সুত্র ধরে বহু বছর ধরেই চলছে এ নিয়ে গবেষণা। মানুষ কিংবা এলিয়েনের ভিনগ্রহে অস্তিত্ব নিয়েও বিজ্ঞানীদের সেই অনেক কাল আগে থেকেই চলছে নানা রকম রিসার্চ-পরীক্ষা।
তবে এবার পিউ কর্তৃক সার্ভে রিপোর্টে এসেছে বিস্ময়কর এক তথ্য। মার্কিন যুক্তরাষ্ট্রের দুই তৃতীয়াংশ মানুষ বিশ্বাস করে পৃথিবীর বাইরেও রয়েছে মানুষের মত বুদ্ধিমান প্রাণীর অস্তিত্ব। যারা এই বিশ্বাস করেন তাদের বেশীরভাগই বয়সে তরুণ।
নাসার কর্মকর্তা বিল নেলসনের মতে, আমরা আর একা নই। দীর্ঘদিন ধরে গ্যালাক্সির মধ্যে নিজেদেরকেই শুধু বুদ্ধিমান প্রাণী হিসেবে দাবি করলেও খুব অচিরেই এই ধারণার ইতি ঘটতে চলেছে। নেলসনের মতে, খুব তাড়াতাড়িই মানুষের মত বুদ্ধিমান কোন প্রাণীর অস্তিত্ব তারা পৃথিবীর বাইরেও খুঁজে পেতে সক্ষম হবে।