'পায়ের ছাপ' চলচ্চিত্র রিভিউ
"চেনা রাস্তা বন্ধ হয়ে যাওয়া মানেই জীবনের সব পথ বন্ধ হয়ে গেলো ব্যাপারটা তেমন না।" 'পায়ের ছাপ' চলচ্চিত্রের ট্রেলার দেখেই আন্দাজ করছিলাম এটি একটি পুর্নাঙ্গ নারী কেন্দ্রিক চলচ্চিত্র।
"চেনা রাস্তা বন্ধ হয়ে যাওয়া মানেই জীবনের সব পথ বন্ধ হয়ে গেলো ব্যাপারটা তেমন না।"
'পায়ের ছাপ' চলচ্চিত্রের ট্রেলার দেখেই আন্দাজ করছিলাম এটি একটি পুর্নাঙ্গ নারী কেন্দ্রিক চলচ্চিত্র। তবে পুরো চলচ্চিত্র না দেখলে হয়তো আরও কিছু মিস করতাম। কেননা, 'পায়ের ছাপ' গল্পে একদিকে যেমন নারী জাগরণের কথা উঠে এসেছে, তেমনি বলা হয়েছে বাবা-মেয়ে, মা-মেয়ের সম্পর্কের টানাপোড়েন গল্পও। আবার অন্য দৃষ্টিকোন থেকে দেখলে এটি একটা উদ্যোক্তার শূন্য থেকে সফলতায় উঠবার গল্প। নির্মাতা সাইফুল ইসলাম মান্নু গল্প বলেছেন দুইটি এঙ্গেলে। এক পার্টে উঠে এসেছে মায়ার সফলতা ও সুন্দর জীবনের কথা, অপরদিকে এই সফলতার পিছনে যে মায়ারও রয়েছে হাজারও ব্যর্থতার গল্প তাই নির্মাতা বলেছেন বিভিন্ন ধাপে৷
'পায়ের ছাপ' মুক্তি পাওয়ার আগ থেকেই জানা যাচ্ছিল এই চলচ্চিত্রে ২৫ জন প্রতিষ্ঠিত শিল্পী একত্রে কাজ করেছেন৷ সুতরাং এতো শিল্পীকে নিয়ে একত্রে কাজ করা এবং চরিত্রের খন্ডন নির্মাতার জন্য অবশ্যই চ্যালেঞ্জিং ছিল। এছাড়া সিনেমার কলাকুশলীরা তপ্ত গরমের মাঝে গার্মেন্টস এর ফ্লোরে সুটিং করতে গিয়ে নাকি মাথা ঘুরে পড়বার উপক্রম হয়েছিল অনেকেরই। তবে সফলতার কথা হচ্ছে চরিত্রগুলো স্বকীয়তা ও আলাদা বডি ল্যাঙ্গুয়েজ দুই ই পাওয়া যাচ্ছিল পর্দায়৷
ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত 'পায়ের ছাপ' এর চিত্রনাট্য নিয়ে আমার কিছু জায়গায় দ্বিমত থাকলেও গল্পটি ভালো ছিল৷ বিশেষ করে একজন সফল ও ব্যর্থ নারীর চোখে বাংলাদেশ এবং সফলতার পিছনে সমাজের নারীদের সংগ্রাম ও আত্মত্যাগের যে তথ্য তুলে এনেছেন পরিচালক সেটা ভালো মনে হয়েছে৷ বর্তমানে দেশের ১১ টি সিনেমাহলে চলছে সাইফুল ইসলাম মান্নুর 'পায়ের ছাপ'। চাইলে আপনিও এর যেকোনো একটি সিনেমাহলে দেখে নিতে পারেন 'পায়ের ছাপ' চলচ্চিত্রটি।
What's Your Reaction?