নিজের নাম্বার গোপন রেখে সকল নাম্বারে ফোন দিন!

নিজের নাম্বার গোপন রেখে সকল নাম্বারে ফোন দিন!

নিজের নাম্বার গোপন রেখে সকল নাম্বারে ফোন দিন!

আজকের পোস্টে আপনাদের শেখাবো যে কিভাবে আমরা ইমারজেন্সি দরকারে ফ্রিতে নিজের নাম্বার গোপন রেখে কল করে কথা বলতে পারবেন।

বিভিন্ন সময় দেখা যায় যে আমাদের অনেক দরকারী দরকার কথা বলার প্রয়োজন পরে আর ওই সময় আমাদের ফোনে এমবি-ওয়াইফাই থাকলেও ব্যালেন্স না থাকায় আমরা কথা বলতে পারি না। পাশাপাশি আমাদের জরুরি দরকারে নাম্বার গোপন রেখে ফ্রীতে কথা বলতে পারব, এবং এর জন্য অন্যান্য কলিং অ্যাপ এর মত কোন ক্রেডিট আর্ন করা দরকার হবে না। কোন Ads দেখার দরকার হবে না, এমনকি কোন একাউন্টও খোলার দরকার হবে না, শুধু আমরা কোন খাটনি ছাড়াই কথা বলতে পারব। আর শুধু বাংলাদেশেই না পৃথিবীর যেকোন দেশেই নম্বর  গোপন রেখে ফ্রিতে কথা বলা যাবে এই সিস্টেমের সাহায্যে।

১/ প্রথমেই আপনারা এই ওয়েবসাইটটি ওপেন করবেন তার পাশে (ফোন কলস = Phone Calls) অপশন পাবেন আর সেখানে আপনারা ক্লিক দিবেন।

২/ এরপর আপনার নিচের ছবির মতো ডায়াল প্যাড দেখতে পাবেন। যেখানে আপনি যার কাছে কল করতে চান তার নাম্বার ওঠাতে হবে। তবে নাম্বার উঠানোর আগে অবশ্যই তার পাশে যে পতাকা আছে সেই পতাকা আইকন এ ক্লিক দিবেন।

৩/ এরপর আপনারা স্পিনার মেন্যুটি খুঁজে নিবেন আর সেখানে আপনার কান্ট্রি কোড সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য আপনারা নিচের দিক থেকে স্ক্রল ডাউন করে নিবেন, এবং তারপর বাংলাদেশ  কান্ট্রি দেখতে পারবেন সেটি সিলেক্ট করে নিবেন। এরপর আপনি যেই নাম্বারে কথা বলতে চাচ্ছেন সেখানে ( 1)  থেকে শুরু করে নাম্বার উঠানো শুরু করবেন।

৪/ এরপর আপনাকে কল করতে হবে কল করার আগে অবশ্যই আপনার পারমিশন গুলো এলাউ করতে হবে। আর এলাউ না করলে আপনি কথা বলতে পারবেন না। এবং যার কাছে কল করবেন সে আপনার কথা শুনতে পারবেন না এখন নিচের কল আইকনে ক্লিক করে কল করুন এবং কিছুক্ষণ পর দেখবেন যে তার নাম্বারে কল চলে যাবে।

এভাবে সবাই দুই মিনিট করে প্রতিদিন কথা বলতে পারবেন এই ওয়েবসাইট থেকে: https://plagibot.com/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow