নাচতে নাচতে শতাধিক মানুষের মৃত্যু!
সাংস্কৃতিক অনুরাগীরা গান-নাচ দুটোই বেশ ভালোবাসেন। তবে কখনো ভেবে দেখেছেন কী একটানা কতোক্ষণ নাচতে পারবে একজন মানুষ? হয়তো কেউ সন্দিহান হয়ে বলবেন দুই থেকে তিন ঘন্টা! তবে এবারের ঘটনা হচ্ছে গোসল-খাওয়া বাদ দিয়েই নন স্টপ নেচে গিয়েছেন এক দল লোক। আর সেই নাচের সমাপ্তি ঘটেছে কিনা মৃত্যুর মধ্য দিয়ে।
ঘটনাটি ঘটে ইতালির রোমে। ঘটনাটি ১৫১৮ সালের জুলাই মাসে ঘটে। তৎকালীন রোমান শহরে তখন নাচ শুরু হয় লেডি ক্রোফিয়া নামক এক নারীর হাত ধরে। একদিন দুই দিন করে সেই নাচ চলে সপ্তাহ ধরে, তাও কোন রকম বিরতি ছাড়া। এই লেডি ক্রোফিয়ার সাথে সেদিন তাল মিলিয়েছিলেন আরও কয়েকজন। তৎকালীন দেশ প্রধান পরিস্থিতি নিয়ন্ত্রণে টাউনহলের ব্যবস্থা করলেন। কেননা, তারা ভেবেছিলেন নাচতে নাচতে একসময় তারা দুর্বল হয়ে নিজেরাই থেমে যাবেন। কিন্তু বাস্তবে সেটা হয় নি। নাচতে নাচতে সেরিব্রাল স্ট্রোক ও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান কয়েকজন। তারপরও অন্যরা থেমে থাকে নি, মৃত্যু অবধি চলতে থাকে তাদের নাচ। তবে ঠিক কতোজন মারা গিয়েছিলেন সেটা সম্পর্কে সঠিক তথ্য কোথাও উল্লেখ নেই।
কেউ কেউ ধারণা করেন অপ্রাকৃতিক কোন বিষয় কিংবা মানসিক বিকারগ্রস্থ হয়ে এই নাচ নেচেছিলেন তারা।