টিভি স্ক্রিন পরিষ্কার করবেন যেভাবে...
টিভি স্ক্রিন, কম্পিউটার স্ক্রিন কিংবা স্মার্টফোনের স্ক্রিন পরিষ্কার করার ক্ষেত্রে সবার আগে যেটা লক্ষনীয় তা হচ্ছে কী দিয়ে পরিষ্কার করবেন এবং কিভাবে পরিষ্কার করবেন? টিভি কিংবা কম্পিউটার স্ক্রিন পরিষ্কার করবেন যেভাবে-
১. এখনকার টিভি স্ক্রিন অনেক বেশি সেনসিটিভ। একটু জোড়ে প্রেসার পড়লেই ভেঙে যেতে পারে স্ক্রিন কিংবা দাগ পড়তে পারে৷ তাই বিশেষজ্ঞদের মতে টিভি কিংবা কম্পিউটার স্ক্রিন পরিষ্কার করার ক্ষেত্রে ব্যবহার করতে হবে মাইক্রো ফাইভার কাপড়।
২. স্ক্রিন পরিষ্কার করার সময় প্রতিটি কোণা খেয়াল করে পরিষ্কার করবেন এবং কিছুক্ষণ পর পর কাপড় উল্টে দিবেন।
৩. টিভি স্ক্রিনে সরাসরি কোন লিকুইড স্প্রে ব্যবহার করবেন না। প্রয়োজনে কাপড়ে অল্প করে স্প্রে নিয়ে আলতো ভাবে স্ক্রিন পরিষ্কার করুন।
৪. লিকুইড স্প্রে ব্যবহারের পর শুকনো কাপড় দিয়ে মুছতে হবে। তবে বৃত্তকারভাবে স্ক্রিন পরিষ্কার থেকে বিরত থাকতে হবে।