জামার থেকেও দামি মাস্ক পরেন কারিনা! দাম শুনলে আতকে উঠবেন!

জামার থেকেও দামি মাস্ক পরেন কারিনা! দাম শুনলে আতকে উঠবেন!
বলিউডের বেবো খ্যাত অভিনেত্রী কারিণা কাপুর। অভিনয় ছাড়াও নিজেকে কিভাবে ভক্ত-সমর্থকদের সামনে উপস্থাপন করবেন, নিজেকে করবেন আরও বেশি আকর্ষণীয় এসব বিষয়ে সব সময়ই যেন অন্যদের থেকে খুব ভালোভাবেই সামলে থাকেন সাইফপত্নী। সম্প্রতি সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে মুখে মাস্ক পরে একটি ছবি শেয়ার করেছেন কারিনা কাপুর।  সবাইকে সচেতন করতে ছবির ক্যাপশনে হয়তো লিখেছেন মাস্ক পরার জন্য। কিন্তু মাস্কের উপর বড় অক্ষরে লেখা Propaganda'. জানা গেছে কালো রঙের ব্রান্ডেড এই মাস্কটি আন্তর্জাতিক প্রসাধণী সংস্থা Lousi Vuitton থেকে নেয়া। যার দাম কিনা তার পরিহিত জামার  থেকেও বেশি। ছবিতে কারিনা যে টি শার্টটি পড়ে ছিলেন তার দাম ১৪০ ইউরো অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১২ হাজার ৭১২ টাকা। আর মাস্কের দাম? মাস্কটির দাম ৩৫৫ ইউএস ডলার। যা ভারতীয় মুদ্রায় ২৬ হাজার টাকারও বেশি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow