চালে পোকা ধরলে দূর করবেন কী ভাবে?
মধ্যবিত্ত কিংবা উচ্চবিত্ত বর্তমানে প্রায় অধিকাংশ পরিবারেই সারা মাসের চাল একবারেই কিনে রাখা হয়। কিন্তু অনেক সময় দেখা যায় কয়েক দিন যেতে না যেতেই চালে পোকা ধরেছে৷ চলুন দেখে নেয়া যাক কিভাবে চালের পোকা দূর করবেন সহজেইঃ
এক, তেজপাতা কিংবা নিমপাতা চালের পোকা তাড়ানোর অন্যতম সেরা প্রতিরোধকের একটি৷ ডালসহ কয়েকটি তেজপাতা কিংবা নিমপাতা চালের ভিতরে দিয়ে রাখুন। এতেই কয়েক মাস নিশ্চিন্তে থাকা যাবে।
দুই, চালের পাত্রে কয়েকটি খোসা ছাড়ানো রসুন দিয়ে রাখুন। চালের পোকা তাড়াতে এটিও বেশ কার্যকরী। তবে রসুন শুকিয়ে গেলেই পরিবর্তন করে ফেলতে হবে।
তিন, চালের ভিতরে কয়েকটি শুকনো মরিচ দিয়ে রাখতে পারেন। তাহলেই চালে আর পোকা আসবে না৷