গেম খেলে তাক লাগিয়ে দিল বানর (ভিডিওসহ)
বিনোদনের মাধ্যম কিংবা অবসর সময় কাঁটাতে ভিডিও গেম একটি অত্যন্ত জনপ্রিয় খেলা। কিন্তু মানুষের পরিবর্তে সেই গেম যদি খেলে বানর, তাহলে তো তা হাসির খোঁড়াক হওয়ারই কথা
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বানরের ভিডিও গেমস খেলার এক ভিডিও। চিরাচরিত স্বভাবমত গাছের ডালেই বসেছিল বানর। তবে সেখানে বসেই দেখা গেছে তাকে ভিডিও গেমস খেলতে। তবে বানরটি অবশ্য ই আমাদের দেশীয় কোন বানর নয়, মুলত টেসলা মটরসের ব্যবস্থাপনা পরিচালক এলন মাস্কের তত্ত্বাবধায়নে তার কোম্পানি বানিয়েছে আধুনিক এক নিউরালিংক মেশিন। এলন মাস্কের 'ব্রেণ চিপ' নির্মাণকারী স্টার্টআপ নিউরালিংক তাদের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেছে। যেখানে দেখা গেছে 'খুব মনোযোগ দিয়ে ভিডিও গেমস খেলছে এক বানর। বানরটির নাম পাগের ভিডিও গেম খেলার জন্য যে প্যাডেল দরকার, সেটাও সম্পুর্ণ রুপে নিজের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে বানরটি। দেখুন ভিডিওঃ
ভিডিও লিঙ্কঃ https://youtu.be/rsCul1sp4hQ