গুগলের সর্বশেষ স্প্যাম আপডেট থেকে সাইট বাঁচানোর উপায় (পর্ব ২)
গুগলের সর্বশেষ স্প্যাম আপডেট থেকে সাইট বাঁচানোর উপায় (পর্ব ২)
গতো পর্বে গুগলের স্প্যাম আপডেট নিয়ে আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকের আর্টিকেলটি সাজানো হলো।
2. Keyword Stuffing
আপনি যদি জোর করে অধিক পরিমাণে আপনার ওয়েবসাইটের কন্টেন্ট এ একই কিওয়ার্ড ইউজ করেন তাহলে এইসব কাজটিকেই কিওয়ার্ড স্টাফিং বলা হয়।আর কিওয়ার্ড স্টাফিং গুগল এর পলিসির বাহিরে। তাই আপনার সাইটের কোনো কন্টেন্ট এ যদি আপনি কিওয়ার্ড স্টাফিং করে থাকেন। তাহলে এখনি তা ফিক্স করে নিন।
3. Cloaking
আপনি যখন কোনো পেইজে গুগল বটকে এক কন্টেন্ট দেখান এবং ইউজারদের অন্য কন্টেন্ট দেখান তাকে ক্লকিং কন্টেন্ট বলা হয়। অর্থাৎ যদি আপনার সাইটে এরকম কন্টেন্ট থাকে যেখানে ভিজিটর এবং গুগল বটকে আলাদা আলাদা কন্টেন্ট দেখানো হচ্ছে তাহলে ওই পেজটি রিমুভ করে দিন।
4. Doorway pages
মনে করেন আপনি অথবা একজন লেখককে দিয়ে ১ হাজার ওয়ার্ড এর একটি পোস্ট লিখালেন। পোস্টটা এরকম “ঢাকার মধ্যে সেরা ১০টি মোবাইলের দোকান”।এখন আপনি যদি এই কন্টেন্টটি একাধিক কপি করেন। অর্থাৎ শুধু ঢাকার জায়গায় “চট্টগ্রাম”, “রাজশাহী”, “খুলনা” এভাবে একই কন্টেন্ট ইউজ করাকে বীঝায়।
আরও সহজভাবে লিখল
ঢাকার মধ্যে সেরা ১০টি মোবাইলের দোকান
চট্রগ্রাম মধ্যে সেরা ১০টি মোবাইলের দোকান
রাজশাহী মধ্যে সেরা ১০টি মোবাইলের দোকান
এখানে কন্টেন্ট এর মধ্যে শুধু স্থানের নাম চেঞ্জ করে সেইম কন্টেন্ট বার বার প্রকাশ করেন তাহলে সেটা Doorway Page এর ভেতর পরবে এবং আপনার ওয়েবসাইট এর র্যাংক কমে যাবে।
5. Hacked Content
যদি আপনার সাইটে হ্যাকিং সম্পর্কিত কন্টেন্ট থাকে তাহলে এক্ষুনি সেই কন্টেন্ট গুলো রিমুভ করুন। কেননা হ্যাকিং কন্টেন্ট গুলো গুগল এর নীতিমালার বাহিরে।তাই যদি আপনার সাইটে হ্যাকিং সম্পর্কে কোনো আর্টিকেল থাকে তাহলে সেই ব্লগপোস্ট গুলো ডিলিট করে দিন।
6. Hidden Content
যখন কোনো নির্দিষ্ট পেজের কিছু অংশ ইউজারদের কাছ থেকে লুকিয়ে রাখা হয় তখন তাকে হিডেন কন্টেন্ট বলে।এর কারণ হচ্ছে আপনার কন্টেন্ট ভিজিটর দেখে টেক্সট কিংবা ইমেজ আকারে। কিন্তু একই কন্টেন্ট গুগল বট দেখে কোড আকারে। তাই স্বাভাবিকভাবেই হিডেন কন্টেন্ট গুগল ধরে ফেলতে পারবে।
হিডেন কন্টেন্ট সাধারণত যেরকম হয়ঃ
১। ফন্ট সাইজ একদম জিরো করে দেওয়া।
২। বা ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড এর কালার ফন্টের কালারে ব্যবহার করা।
৩। CSS এর মাধ্যমে ফন্ট ট্রান্সপারেন্ট করে ফেলা।
৪। টেক্সট এর উপরে ইমেজ ব্যবহার করা।
7. Scraping other
স্ক্র্যাপিং আদার বলতে অন্যের আর্টিকেল নিজের সাইটে সরাসরি পাবলিস করা, অন্যের কন্টেন্ট কিছুটা চেঞ্জ করে নিজের সাইটে পাব্লিশ করা অথবা অন্যের কন্টেন্ট স্পিন বা টুল এর সাহায্যে রিরাইট করাকে বোঝানো হয়।
8. Artificial Content
যদি আপনার সাইটে আর্টিফিশিয়াল কন্টেন্ট (AI) থাকে তাহলে তা রিমুভ করতে হবে। স্প্যাম আপডেটে সাইট হিট খাওয়ার জন্য অন্যতম কারণ এটি।
উপরোক্ত কাজ গুলো নিয়মিত মেইন্টেইন করতে পারলে গুগলের সর্বশেষ স্প্যাম আপডেট এ আপনার সাইট হিট খাবেনা।
What's Your Reaction?