আলিয়া ভাটকে নিয়ে পুরুষ টয়লেটে দীপিকা! কেন?
                                                
                                                    
                        
                                        
                            
                        
        
                        
                            বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন অভিনীত ছবি গেহরাইয়া প্রচার নিয়ে ব্যস্ত সময় পাড় করছেন। বিয়ের পরবর্তী সময়ে এতোটা সাহসী চরিত্রে কখনোই অভিনয় করেন নি দীপিকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে ছবির পরিচালক শকুন বাত্রা, অনন্যা পান্ডে, সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে পুরনো কিছু মজাদার গল্প শেয়ার করেছেন রণবীর কাপুরের এই গার্লফ্রেন্ড।
অনেক সময়ই বিভিন্ন বেগতিক অবস্থার কারণে বাধ্য হয়েই পুরুষ টয়লেটে ঢুকে পড়েন মহিলারা। এমন একটা পরিস্থিতিতেই বলিউড অভিনেত্রীরা পড়লে কেমন লাগে তা হয়তো বোঝা অসাধ্য কিছু নয়। সাক্ষাৎকারে দীপিকা জানান, তিনি এবং অভিনেত্রী আলিয়া ভাটও এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিলেন এবং এহেন কান্ডই ঘটিয়েছিলেন। 
তিনি বলেন, আমি একবার পুরুষ টয়লেটে গিয়েছিলাম এবং আরও একশোবার যাব এমন পরিস্থিতিতে। তখন বার্লিনে বিখ্যাত রকব্র্যান্ড কোল্ডপ্লে এর কনসার্ট চলছিল। এবং আমার সাথে আলিয়া ভাট ছিল।