আনলিমিটেড মেয়াদে কতো টাকায় কতো এমবি কিনবেন... (যেকোনো সিমে)
মোবাইল ডেটার মেয়াদের সীমাবদ্ধতা সম্প্রতি তুলে নিয়েছে বিটিআরসি। ফলশ্রুতিতে গ্রামীণফোন, রবি, টেলিটক এবং বাংলালিংকসহ অধিকাংশ সিম কোম্পানির গ্রাহকেরা মেয়াদহীন আনলিমিটেড ডেটা প্যাকেজ কেনার সুবর্ণ সুযোগ পাচ্ছেন।
জানা যায়, প্রাথমিকভাবে আনলিমিটেড ডেটা প্যাকেজের মধ্যে গ্রামীণফোন ১০৯৯ টাকায় ১৫ জিবি এবং ৪৯৯ টাকায় ৫ জিবি ডেটা প্যাক দেয়ার ঘোষণা দিয়েছে।
অপরদিকে রবিতে ৩১৯ টাকায় ১০ জিবি এবং বাংলালিংক দিচ্ছে ৩০৬ টাকায় ৫ জিবি। এদিকে দেশীয় মোবাইল অপারেটর টেলিটক ৩০৯ টাকায় দিচ্ছে ২৬ জিবি ইন্টারনেট এবং ১২৭ টাকায় ৬ জিবি।
আনলিমিটেড ডেটা প্যাকেজের মেয়াদ হবে এক বছর।
উল্লেখ্য সর্বপ্রথম টেলিটক ই আনলিমিটেড মেয়াদের ডেটা প্যাকেজ দেয়ার ঘোষণা দেয় ১৫ মার্চ।