আতিফ আসলাম বাবলুর 'জাস্ট ফ্রেন্ড যখন বয়ফ্রেন্ড'
আনিকার বেস্টফ্রেন্ড রাফি। তবে বেস্টফ্রেন্ড না, জাস্টফ্রেন্ড সেটা অবশ্যই আলোচনা সাপেক্ষ। কেননা বেস্টফ্রেন্ড কি কখনো তার ফ্রেন্ডকে অমানুষিক কষ্ট দিবে ? কিন্তু আনিকা তো ঠিক তাই করতেছে। সকাল, সন্ধ্যা, বিকাল, রাত সব সময় রাফিকে দৌড়ের উপর রাখে আনিকা। যার যন্ত্রণায় রাফির যন্ত্রণায় রাফির জীবন অতিষ্ঠ৷
আনিকার বেস্টফ্রেন্ড রাফি। তবে বেস্টফ্রেন্ড না, জাস্টফ্রেন্ড সেটা অবশ্যই আলোচনা সাপেক্ষ। কেননা বেস্টফ্রেন্ড কি কখনো তার ফ্রেন্ডকে
অমানুষিক কষ্ট দিবে ? কিন্তু আনিকা তো
ঠিক তাই করতেছে। সকাল, সন্ধ্যা, বিকাল, রাত সব সময় রাফিকে দৌড়ের উপর রাখে আনিকা। যার যন্ত্রণায় রাফির যন্ত্রণায় রাফির জীবন অতিষ্ঠ৷ এমনই রোমান্টিক কমেডি ঘরানার গল্পে নাটক নির্মাণ করেছেন নির্মাতা আতিফ আসলাম বাবলু। আদর সোহাগের রচনায় এই নাটকটিতে অভিনয় করেছেন আদর আহমেদ , নাজিয়া বর্ষা,জেরি জিনিয়াসসহ আরও অনেকে৷
নাটকটি প্রসঙ্গে নির্মাতা বাবলু বলেন, নাটকটিতে কমেডির আদলে রাফির যন্ত্রণা ও আনিকা-রাফির বন্ধুত্বপূর্ণ খুনসুটি দেখানো হয়েছে। নাটকটিতে একটি বিড়ালের সংযোজন রয়েছে। যেই বিড়ালকে ভ্যাক্সিন দিতেও রাফির শরনাপন্ন হয় আনিকা। রাফি এসব দেখে ভাবে আনিকা বোধহয় তাকে ভালোবাসে। কিন্তু আনিকাকে বললেই বললে তার মাঝে এসব প্রেম ট্রেম জাগে না। এভাবেই মূলত গল্পটা এগিয়েছে। অভিনয়শিল্পীরা তথাকথিত পরিচিত মুখ না হলেও কাজটি করে মজা পেয়েছি সবাই। সবাই পরিশ্রম করেছে বলেই ভালো কিছু সম্ভব হয়েছে। আশা করছি দর্শকদেরও নাটকটি দেখতে ভালো লাগবে৷ "
নাটকটি বেসরকারি একটি চ্যানেলে প্রচারিত হওয়ার পর খুব শীঘ্রই KS entertainment channel এ দর্শকদের জন্য উন্মুক্ত করা হবে।
What's Your Reaction?