অনলাইনে লুড়ু খেলতে গিয়ে বিয়ে! এরপর আটক..
ভারতের বেঙ্গালুরে এক নব দম্পতিকে আটক করেছে। বর মুলায়েম সিং (২১) ভারতের নাগরিক হলেও কনে পাকিস্তানি নাগরিক ইকরা জি্ওয়ানি (১৯)। কোভিড লক ডাউনের সময়ে 'বোর্ড গেম লুডু" খেলা কেন্দ্র করে এই দুজনের মাঝে প্রেম ও ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে।
ভারতের বেঙ্গালুরে এক নব দম্পতিকে আটক করেছে। বর মুলায়েম সিং (২১) ভারতের নাগরিক হলেও কনে পাকিস্তানি নাগরিক ইকরা জি্ওয়ানি (১৯)। কোভিড লক ডাউনের সময়ে 'বোর্ড গেম লুডু" খেলা কেন্দ্র করে এই দুজনের মাঝে প্রেম ও ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে।
যদিও দুই দেশের নাগরিক হিসেবে তারা উভয়ই জানতো তাদের একসাথে থাকা বা সংসার করাটা খুব একটা সহজ হবে না। তবু প্রেম মানে না বাঁধা। তাই সকল প্রতিবন্ধকতা ভুলে একে অপরকে ভালোবেসে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তারা। কিন্তু কপালে সুখ সেই বেশিদিন সইল না। জি্ওয়ানিকে অবৈধভাবে ভারতে প্রবেশের জন্য এবং মুলায়েম সিংকে জালিয়াতি ও যথাযথ নথি ছাড়াই বিদেশী একজন নাগরিককে ভারতে আশ্রয় দেয়ার জন্য দুজনকেই আটক করেছে করেছে ভারতীয় পুলিশ। মুলায়েম সিং পেশায় ভারতীয় একটি আইটি কোম্পানির নিরাপত্তা প্রহরী ছিলেন। অপরদিকে পাকিস্তানি নাগরিক ইকরা জি্ওয়ানি সিন্দু প্রদেশের হায়দ্রাবাদ শহরে থাকতেন। গত সেপ্টেম্বরে মুলায়েম সিং এবং ইকরা জি্ওয়ানি নেপালে গিয়ে সেখানে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর তারা ভারতের বেঙ্গালুরে বসবাস করতে শুরু করেন। আটক হওয়ার পর ইকরা জি্ওয়ানিকে গত সপ্তাহে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে তবে এখনো কারাগারেই রয়েছেন মুলায়েম সিং।
What's Your Reaction?