কুকুর থেকে হয়ে গেলো কালো ভালুক!

কুকুর থেকে হয়ে গেলো কালো ভালুক!

কুকুর থেকে হয়ে গেলো কালো ভালুক!

বেশ ইন্টারেস্টিং এই গল্পটি এক সুদূর চীনের। চীনা এক পরিবারের ঘরে খুব আদর-সোহাগে বড় হয়েছিলো একটি ‘কুকুর’। পোষা প্রাণীটির যত্নের কমতি ছিল না কোনো। তাই পালন এর মাত্র দুই বছর এর আকৃতি হয়ে উঠল বিশাল। ওজন গিয়ে দাঁড়িয়েছে ২৫০ পাউন্ডে (১১৪ কেজি)। এটি তখন হেঁটেছিলো দুই পায়ে ভর করে। এতেই সন্দেহ হয় পরিবারটির, যাকে তারা লালন করছেন এতোদিন ধরে তা কি আসলেই কুকুর বাকি অন্য কোনো প্রাণী? পরবর্তীতে জানা যায় যে, কুকুর ভেবে যেই প্রাণীটিকে এতদিন ধরে তারা যে পোষ মানিয়েছেন তা আসলে একটি বিপন্ন প্রজাতির এশীয় কালো ভালুক।

এই ঘটনাটি অবশ্য চীনের একটি প্রদেশের। যার নাম ইউনান প্রদেশ, সেখানখার জীবনযাত্রার সাথেও আমাদের দেশের বেশ মিল রয়েছে। আজকের ঘটনার এই কুকুরটি বড় হয়েছে সু ইয়ুন নামের সেই প্রদেশেরই এক বাসিন্দার ঘরে। তিনি এটি তিব্বতি ম্যাস্টিফ কুকুর ভেবে কিনে নিয়ে ছিলেন সেখানকারই একটি দোকান থেকে ২০১৬ সালে। সাধারণত এই জাতীয় কুকুরগুলোর আকৃতিও বেশ বিশাল হয়। আর ওজন হয় প্রায় ১৫০ পাউন্ড এর মতো (৬৯ কেজির)।

কুকুরটির মালিক ইয়ুন বলেন, প্রাণীটির বেড়ে ওঠার মধ্য দিয়ে ভালুক এর মতোই দেখাচ্ছিল। দুই বছর তাকে পালন এর পর সন্দেহ হলো, এটি মনে হয় কুকুর নয়, কালো ভালুক। পরবর্তীতে যখন আমি বুঝতে পারলাম এ ধরনের বন্যপ্রাণী ঘরে পোষা অবৈধ, তখন দ্রুতই কর্তৃপক্ষ এর সাথে যোগাযোগ করি। তারা এসে দেখল, এটি বিপন্ন প্রজাতির ভালুক। পরে সেটি ইউনান ওয়ার্ল্ডলাইফ রেসকিউ সেন্টারে নিয়ে যাওয়া হয়। সূত্র : এনডিটিভি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow