সাইকোলজিক্যাল সাথে সুপারন্যাচারাল অ্যাকশন 'Rorschach'

পোস্টারের কথাটা সত্যি - মালায়লাম সিনেমায় এমনটা আগে দেখেন নি। রোমান্স, থ্রিলার, সোশ্যাল ড্রামা আলাদাভাবে দেখলেও এই সিনেমায় নিজাম বাশার ম্যাশ আপ করেছেন কয়েকটি জনরার।

সাইকোলজিক্যাল সাথে সুপারন্যাচারাল অ্যাকশন 'Rorschach'

পোস্টারের কথাটা সত্যি - মালায়লাম সিনেমায় এমনটা আগে দেখেন নি। রোমান্স, থ্রিলার, সোশ্যাল ড্রামা আলাদাভাবে দেখলেও এই সিনেমায় নিজাম বাশার ম্যাশ আপ করেছেন কয়েকটি জনরার। মামোট্টিকেই ভাবছিলাম মোহনলাল, রজনীকান্ত, ভেংকটেশদের সাময়িকে হারিয়ে যাচ্ছেন কী না! ছেলে দুলকার যখন প্যান ইন্ডিয়া ছাপিয়ে দারুন সব কাজ করছে তখন বাবার এমন কাজ ছেলেকে চ্যালেঞ্জে ফেলবেই।

গল্পের অনেকগুলো লেয়ার আছে, পুরো সিনেমা বলে দিলেও আপনি হয়তো মামোট্টির এন্টনি চরিত্রটার শেড পুরোটা ধারনা করতে পারবেন না। এন্টনি দুবাইয়ে স্থায়ী একজন ব্যবসায়ী। কেরালায় স্ত্রীকে নিয়ে গাড়ি চালিয়ে যাবার সময় এক্সিডেন্ট হয়। হুশ ফিরে এন্টনি গাড়িতে স্ত্রী সোফিয়াকে পায় না, সেটা লোকাল পুলিশকে বললেও খোঁজ মেলে না। একসময় পুলিশ ধরে নেয় জঙ্গলের বাঘ হয়তো সোফিয়াকে খেয়ে ফেলেছে। এ কথা বিশ্বাস না করে এন্টনি স্ত্রীকে ফিরে পাবার আশায় সেই গ্রামেই বাস করতে থাকে, জড়িয়ে যায় সেখানকার নানা ঘটনায়। একসময় জানা যায়, ভিন্ন একটা উদ্দেশ্যে এন্টনির এই আগমন।

মামোট্টি কতটা অসহায়, কতটা ভয়ংকর কিংবা কতটা মার্জিনাল মুডে পারফর্ম করেছেন সেটা অনন্য। সমানভাবে গ্রামের কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রে সাপোর্টিং রোলে বিন্দু পানিকার, গ্রেস এন্টনি অভিনয় করেছেন। সিনেমার চিত্রনাট্য অনেকের অস্বস্তিকর লাগতে পারে কারন গল্পটার ভাঁজ খোলা হয়েছে খুব ইউনিকভাবে। মিউজিক দুর্দান্ত। তবে একশন খুব সাদামাটা। কিছু শট রিপিটেড লেগেছে, ক্লাইম্যাক্স অনেকটাই প্রশ্নবিদ্ধ! 

Rating 7/10

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow