মলত্যাগ করে কোটি টাকা উপার্জনের সুযোগ!
শিরোনাম দেখে হয়তো কিছুটা অবাকই হচ্ছন। মলত্যাগ করে আবার কিভাবে কোটি টাকা উপার্জন করা যায়? তবে ঘটনা একবিন্দুও মিথ্যে নয়। আর এই মলত্যাগের বিনিময়ে টাকা উপার্জনের চাকরি দিচ্ছে একটি প্রতিষ্ঠান। তবে এই চাকরি পেদে হলে আপনাকে অবশ্যই উত্তীর্ণ হতে হবে পরীক্ষায়।
শিরোনাম দেখে হয়তো কিছুটা অবাকই হচ্ছন। মলত্যাগ করে আবার কিভাবে কোটি টাকা উপার্জন করা যায়? তবে ঘটনা একবিন্দুও মিথ্যে নয়। আর এই মলত্যাগের বিনিময়ে টাকা উপার্জনের চাকরি দিচ্ছে একটি প্রতিষ্ঠান। তবে এই চাকরি পেদে হলে আপনাকে অবশ্যই উত্তীর্ণ হতে হবে পরীক্ষায়।
এমন অদ্ভুত পেশার খবর দিয়েছেন ইসা ফিডেলিনো নামের এক তরুণী। তরুণীর দাবি, এক গবেষক সংস্থায় মল ত্যাগ করে যে কেউ হতে পারেন কোটিপতি। মলত্যাগের বিনিময়ে বাৎসরিক উপার্জন হতে পারে এক লক্ষ ৮০ হাজার ডলার।
ইসা ফিডেলিনো তার এক ফেইসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন, অনেকেই এই সময় হন্যে হয়ে চাকরি খুঁজছেন। কিন্তু অনেক চেষ্টার পরেও অনেকেই পাচ্ছেন না সোনার হরিণ চাকরি। তবে সঠিক রাস্তা জানলে টাকা কামানো যায় অনেক সহজে। সাফল্যের সিড়িও খুব দ্রত স্পর্শ করা যায়। এসময় তিনি দিয়েছেন "হিউম্যান মাইক্রোবস" নামক এক গবেষণা প্রতিষ্ঠানের সন্ধান। সেখানে মলত্যাগ করলেই মিলবে লক্ষ ডলার! আর প্রতিবার মলত্যাগের জন্য রয়েছে ৫০০ ডলার।
"হিউম্যান মাইক্রোবস" নামক গবেষণা প্রতিষ্ঠান মূলত মানুষের মল নিয়ে গবেষণা করে। অনেক মানুষ পেটের সমস্যায় ভোগে। পেটে যেসব উপকারী অনুজীব থাকে সেসবের ভারসাম্য নষ্ট হলে পেটে সমস্যা দেখা যায়। পেটের সমস্যা সমাধানের জন্যই এই গবেষণা প্রতিষ্ঠানটি নিয়মিত মলের অনুজীব পরীক্ষা করে। এই জন্য তাদের নিয়মিত মলের প্রয়োজন হয়। তবে যে কেউ চাইলেই মলত্যাগের বিনিময়ে অর্থ পাবেন না। মলত্যাগের আগে ব্যক্তি ও মলের অনুজীব পরীক্ষা করে নেয়া হবে। গবেষণা বিষয়ের সাথে মিললেই আপনি মলত্যাগের বিনিময়ে হতে পারবেন কোটিপতি।
What's Your Reaction?