জুম অ্যাপ ব্যবহারে সর্তক হতে হবে যে বিষয়ে
কোভিড সময়ের পর থেকেই ইন্টারনেট ভিত্তিক ভিডিও কলিং অ্যাপগুলোর মধ্যে জুম এই জনপ্রিয়তা তুঙ্গে৷তবে এই জনপ্রিয়তাকে পুজি করে এবার একহাত নিয়েছে হ্যাকাররা। অর্থাৎ এই জুম অ্যাপটি যদি আপনার স্মার্টফোনে ইনস্টল করা থাকে, তাহলে এই অ্যাপের মাধ্যমে হ্যাকাররা আপনার ফোনে ক্ষতিকর ম্যালওয়্যার ইনস্টল করে দিতে পারে।
জানা গেছে, সম্প্রতি একটি যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে এই অ্যাপে৷ যার কারণেই ব্যবহারকারীরা বিপদে পড়তে পারেন। এন্ড্রয়েড থেকে উইন্ডোজ কিংবা আইফোন সবক্ষেত্রেই এই আশঙ্কা রয়েছে। মূলত নোটিফিকেশনের মাধ্যমে এই অ্যাপে ম্যালওয়্যার ইনস্টল করার জন্য বলা হচ্ছে। যা আপাতদৃষ্টিতে মনে হতে পারে অ্যাপটি সম্পর্কিত কোন মেসেজ। কিন্তু তাতেই লুকিয়ে রয়েছে হ্যাকিং সঙ্কেত।
ক্ষতিকর ম্যালওয়্যার থেকে কিংবা হ্যাকিং এর থেকে রক্ষা পেতে জুম কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে সর্বশেষ ভার্সন V5.10.0 ডাউনলোড করে নিতে।