গুগল এর নতুন এআই “Lumiere”
গুগল এর নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স “Lumiere” আসছে বাজারে
গুগল এর নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স “Lumiere”
টেক জগত এর বিখ্যাত একটি প্রতিষ্ঠান গুগল।১৯৯৫ সালে ল্যারি পেজ এবং সার্জে বিন এর হাত ধরে যাত্রা শুরু করেছিলো google.
প্রযুক্তির বর্তমান একটি হট টপিক হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। দুনিয়া জুড়ে এআই এর যেনো একটা অলিখিত প্রতিযোগী শুরু হয়েছে।chatgpt, মাইক্রোসফটের co-pilot ইত্যাদি ইত্যাদি এ আই এসে পুরো দুনিয়াকে কাঁপিয়ে দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত।
গুগল এর নতুন এআই lumiere
সম্প্রতি গুগল ঘোষণা দিয়েছে তাদের নতুন একটি text to video এআই। এর নাম দেয়া হয়েছে Lumiere. এটি এখনো সাধারন মানুষ এর জন্য উন্মুক্ত করা হয়নি। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর কিছু চমকপ্রদ তথ্য ও ফিচার দেখে নেয়া যাক আজকের আর্টিকেল এ:
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ট্রেইন করা হয়েছে প্রায় ৩০ মিলিয়ন ভিডিও সেই সাথে সে-সবের caption দিয়ে।
- Lumiere এর প্রায় ৮০টি ফ্রেইম 16fps এ ভিডিওতে তৈরি করতে পারে।
- এটি মূলত text to video জেনারেটর এআই।ব্যবহারকারীরা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ দিয়ে prompt টাইপ করতে পারবে।
- এর একটি অন্যতম সুবিধা হলো photo to video generator. এই ফিচার দিয়ে ইউজাররা স্থির ছবিকে মোশন পিকচার এ কনভার্ট করতে পারবে।
- এর আছে video editing ফিচার। যার দ্বারা ইউজাররা তাদের ভিডিওতে নির্দিষ্ট কমান্ড টাইপ করে নিজেদের ভিডিও এডিট করতে পারবে যার মধ্যে ভিডিওতে যদি কোনো মডেল থাকে তাহলে তার কাপড়ের রং পরিবর্তন করার মতো ফিচার থাকছে এখানে।
- ইউজাররা এখানে style animation তৈরী করতে পারবে। অর্থাৎ ছবিতে দৌড়ানো,লাফানো ইত্যাদি অ্যানিমেশন ইউজ করতে পারবে।
- এখানে cinemagraph বানিয়ে নেওয়া যাবে। cinemagraph অনেকটা স্থির ছবি আর ভিডিও এর মিশ্রন বলা যাযবে। সেখানে ফ্রেম এর একটি পার্ট স্থির রেখে বাকি অংশ রানিং দেখানো যাবে।
- এটি কনটেন্ট ক্রিয়েশন এর উপর জোর দিয়ে বানানো এআই। এর দ্বারা মার্কেটিং ও ই-কমার্স এর 3d ভিডিও তৈরি এর সুবিধা থাকছে।
গুগল এখনো এটি পাবলিক ভাবে রিলিজ করে নি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে। তাই এটা এখনো ডেভেলোপমেন্ট পর্যায়ে আছে। আশা করা যাচ্ছে অদূর ভবিষ্যতে এটি সবার জন্ম উন্মুক্ত করে দেয়া হবে।দেখা যাক তাদের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাধারণ মানুষজনদের কাছে কতটুকু সফল হবে।
What's Your Reaction?