ভারতের সবথেকে দামি বিয়ে

আমাদের দেশে বিয়ে মানেই একটা দারুণ জমকালো ব্যাপার। সারা জীবন ধরে অনেকে টাকা জমিয়ে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেন। আমাদের দেশে এমন অনেক ব্যবসায়ী এবং বলিউড তারকা আছেন যারা নিজেদের ছেলে মেয়েদের বিয়েতে কোটি কোটি টাকা খরচ করে গোটা দেশবাসীকে তাক লাগিয়ে দিয়েছিলেন। বলা চলে এগুলো দেশের সবথেকে দামি বিয়ে।

ভারতের সবথেকে দামি বিয়ে

ভারতের সবথেকে দামি বিয়ে

আমাদের দেশে বিয়ে মানেই একটা দারুণ জমকালো ব্যাপার। সারা জীবন ধরে অনেকে টাকা জমিয়ে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেন। আমাদের দেশে এমন অনেক ব্যবসায়ী এবং বলিউড তারকা আছেন যারা নিজেদের ছেলে মেয়েদের বিয়েতে কোটি কোটি টাকা খরচ করে গোটা দেশবাসীকে তাক লাগিয়ে দিয়েছিলেন। বলা চলে এগুলো দেশের সবথেকে দামি বিয়ে। আমরা সবাই জানি তারকাদের বিয়ে জাকজমক ভাবে হয়। পুরো রাজকীয় ভাবে বিয়ে হয় তাদের। কিন্তু বিয়ের অনুষ্ঠানে তারকাদের ও ছাপিয়ে গেছেন ভারতের নামকরা সব ব্যবসায়ীরা। কেও তাদের ছেলের বিয়েতে খরচ করেছে ৫০০ কোটি টাকা আবার কেও করেছে ৭০০ কোটি টাকা। যা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে।

লক্ষ্মী মিত্তলের ভাইজির বিয়ের খরচ

দেশের নবম ধনী হলেন লক্ষ্মী মিত্তল। স্টিল ম্যাগনেট লক্ষ্মী মিত্তলের সম্পত্তির পরিমাণ ৭৪ হাজার চারশো নব্বই কোটি টাকা। তিনি তার ভাইজির সৃষ্টি মিত্তলের বিয়েতে প্রচুর টাকা খরচ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন। ২০১৩ সালে ৫০০ কোটি টাকা খরচ করে বার্সেলোনায় বিয়ের আসর বসেছিল। এমনকি বিয়েতে সইফ আলি খান ও রানি মুখোপাধ্যায় এর মত তারকারা নাচ করেছিলেন এবং সব শেষে একটি ৬০ কিলো ওজনের কেক কেটেছিলেন এই নতুন দম্পতি।

সুখবীর সিং জৌনাপুরিয়ার মেয়ের বিয়ের খরচ

২০১১ সালে কংগ্রেস নেতা কানওয়ার সিং তানওয়ারের ছেলে ললিত হরিয়ানার জৌনাপুর গ্রামে সোহনার প্রাক্তন বিধায়ক সুখবীর সিং জৌনাপুরিয়ার মেয়ে যোগিতাকে বিয়ে করেন। এই বিয়েতে উপহারের মধ্যে ছিল একটি হেলিকপ্টার ও ২১ কোটি টাকা। সপ্তাহ ধরে চলেছিল এই বিয়ে। জানা গেছে এই বিয়েতে মত ২৫০ কোটিরও বেশি টাকা খরচ হয়েছিল।

রবি পিল্লাইয়ের মেয়ের বিয়ের খরচ

আর পি গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হলেন রবি পিল্লাই। তার মোট সম্পত্তির পরিমাণ ৩.১ বিলিয়ন। তিনিও তার মেয়ের বিয়েতে কোটি কোটি টাকা খরচ করে তাক লাগিয়ে দিয়েছিলেন। বিশ্বের ৪২টি দেশ থেকে অতিথির আগমন হয়েছিল ২০১৫ সালে রবি পিল্লাইয়ের মেয়ে আরতি পিল্লাই এর বিয়েতে।

জনার্দন রেড্ডির মেয়ের বিয়ের খরচ

পাঁচদিন ধুমধামের সঙ্গে ২০১৬ সালে নোটবন্দির সময় নিজের মেয়ের বিয়ে দিয়েছিলেন কর্ণাটকের মন্ত্রী জনার্দন রেড্ডি। এই বিয়েতে প্রায় ৫০০০০ মানুষের নিমন্ত্রণ ছিলো তাদের মধ্যে বলি তারকা থেকে রাজনীতিবিদ সকলেই ছিলেন।এমনকি নিজের মেয়ের বিয়ের কার্ডে রুপোর গণেশ ব্যাবহার করেছিলেন এই ব্যাবসায়ী।

অভিষেক বচ্চন ও ঐশ্বর্য্য রায় বচ্চনের বিয়ের খরচ

বলিউডের অন্যতম চর্চিত জুটি হলেন অভিষেক বচ্চন ও ঐশ্বর্য্য রায় বচ্চনের জুটি। এই দম্পতি ২০০৭ সালে গাঁটছড়া বেঁধেছিলেন ধুমধামের সঙ্গে। তার উপর অমিতাভ বচ্চনের ছেলের বিয়ে বলে কথা। জানা যায়, সেই সময় ৭ কোটি টাকা খরচ হয়েছিল এই বিয়েতে।

সুব্রত রায়ের মেয়ের বিয়ের খরচ

গোটা লখনউ শহর আলোয় ঝলমল করে উঠেছিল ২০০৪ সালে। উপলক্ষ্য ছিলো ভারতের অন্যতম ব্যবসায়ী সুব্রত রায়ের মেয়ের বিয়ে। তিনি নিজের মেয়ের বিয়েতে প্রায় ৭৫ মিলিয়ন ডলার খরচ করেছিলেন। এমনকি তিনি তার দুই ছেলের বিয়েতেও ৫৫৪ কোটি টাকা খরচ করেছিলেন।

মুকেশ আম্বানির মেয়ের বিয়ের খরচ

ভারতের ধনী ব্যাক্তির তালিকায় এক নম্বরে আছে রিল্যায়েন্স কর্ণধার মুকেশ অম্বানি। তিনিও তার একমাত্র মেয়ে ঈশা আম্বানির বিয়ে দিয়েছিলেন ধুমধামের সঙ্গে। ২০১৮ সালে ঈশা এবং আনন্দ পিরামলের বিয়েতে ৭০০ কোটি টাকা খরচ করেছিলেন মুকেশ আম্বানি। এই বিয়েতে নামি দামি ব্যবসায়ীর সঙ্গে বলি তারকারাও নিমন্ত্রিত ছিলেন।

সুনীল ভাসওয়ানির মেয়ের বিয়ের খরচ

সুনীলের কন্যা সোনম ভাসওয়ানি বিয়ে করেছিলেন মুম্বইয়ের ব্যবসায়ী কমল ফাবিয়ানির পুত্র নবীন ফাবিয়ানিকে। তাদের বিয়ে ছিলো দেখার মত। ভিয়েনার পালাইস লিয়েকটেনস্টাইন পার্কে এই বিয়ের মেহেন্দি অনুষ্ঠান সম্পন্ন হয় এবং বেলভেডেয়ার প্যালেসে সাত পাকে বাঁধা পড়েন এই দম্পতি।

প্রতিটি মানুষের জন্য এই বিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি উৎসব। আর এই কোটিপতি ইন্ডিয়ানরা তাদের বিয়েতে এত বেশি টাকা খরচ করে যেটি অন্য একজন সাধারণ মানুষের জন্য স্বপ্ন মাত্র। শুধুমাত্র ইন্ডিয়ানরই নয় পৃথিবীর অনেক বড়লোকড়ায় তাদের বিয়েতে কোটি কোটি টাকা পানির মতো খরচ করে ফেলে। শুনতে বা দেখতে আমাদের কাছে অনেক বেশি অতিরিক্ত মনে হলেও তাদের কাছে

এগুলো খুবই সাধারণ ব্যাপার। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow