জওয়ান ও অ্যাটলি'র বিরুদ্ধে নকলের অভিযোগ! 

৭ই সেপ্টেম্বর মুক্তি পেয়েছে শাহরুখ খানের প্রথম প্যান ইন্ডিয়া ছবি ‘জওয়ান'। এই ছবিতেও শুরুতেই ছক্কা হাঁকিয়েছেন অভিনেতা। তার বিগত ছবি ‘পাঠান' ব্লকবাস্টার রেজাল্ট করার পর ‘জওয়ান’র ক্ষেত্রেও বক্স অফিসে নতুন রেকর্ড করেছেন কিং খান।

জওয়ান ও অ্যাটলি'র বিরুদ্ধে নকলের অভিযোগ! 

৭ই সেপ্টেম্বর মুক্তি পেয়েছে শাহরুখ খানের প্রথম প্যান ইন্ডিয়া ছবি ‘জওয়ান'। এই ছবিতেও শুরুতেই ছক্কা হাঁকিয়েছেন অভিনেতা। তার বিগত ছবি ‘পাঠান' ব্লকবাস্টার রেজাল্ট করার পর ‘জওয়ান’র ক্ষেত্রেও বক্স অফিসে নতুন রেকর্ড করেছেন কিং খান। ভোর ৫ টা হোক কিংবা রাত্রি ২ টো জওয়ান ছবির সব শো হাউসফুল। দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত এখন শুধুমাত্র জওয়ান দেখার হিড়িক। সোশ্যাল মিডিয়ায় এখন শাহরুখের এই ছবি নিয়ে সামাজিক মাধ্যমে এক ব্যক্তি অভিযোগ করেছেন, ১৯৮৯ সালের তামিল চলচ্চিত্র ‘থাই নাডু’র গল্প অনুসরণ করে বানানো হয়েছে ‘জওয়ান’। সেই ছবিতেও সত্যরাজ শাহরুখের মতো পিতা ও পুত্রের দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন। সেই ব্যক্তি ১৯৮৯ সালের ‘থাই নাডু’র পোস্টার শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘জওয়ানের অরিজিনাল তামিল সংস্করণ- ১৯৮৯।’ যারা ‘থাই নাড়ু’ ছবিটি দেখেছেন তাদের অনেকেই একমত হয়েছেন যে দুটি ছবিতে সত্যিই মিল আছে অনেক। ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত রজনীকান্তের ‘মুন্ড্রুমুগাম’ ছবির গল্প থেকে নাকি এই ছবি তৈরী করেছেন পরিচালক। তবে অভিযোগ যাই হোক না কেন বিনোদনপ্রেমীরা এখন শাহরুখের জওয়ানের ক্রেজে মুগ্ধ আছে। আবার কেউ কেউ বলছেন ‘জওয়ান’ ছবিতে দক্ষিণের সেই ছবির ছাপ থাকলেও গল্প মৌলিক। অ্যাটলি কুমারের নামে এর আগেও উঠেছে চুরির অভিযোগ। তার ২০১৯ সালের ছবি ‘বিগলি’র মুক্তির সময়ও একই ঘটনা ঘটেছিল। সেই সময় তেলেগু শর্ট-ফিল্ম নির্মাতা নন্দী চিন্নি রেড্ডি অভিযোগ করেছিলেন তার সিনেমা ‘স্লাম সসার এর নকল করে ‘বিগলি’ বানিয়েছেন অ্যাটলি। অ্যাটলির ২০১৬ সালের সিনেমা থেরি.ও নকল করে বানানো বলে অভিযোগ উঠেছিল। এদিকে মাত্র দু-দিনেই গোটা বিশ্বে ২০০ কোটি রুপি আয় করে ফেলেছে ‘জাওয়ান’। এমন গগনচুম্বী সাফল্যে বেশিরভাগ দর্শকই নকল নিয়ে মাথা ঘামাচ্ছেন না। তারা মূলত বলিউড বাদশাহর অ্যাকশন দেখতেই সিনেমা হলে হাজির হচ্ছেন। এছাড়াও ছোট্ট একটি ক্যামিয়র মধ্য দিয়ে ভক্তদের মনে আরো বেশি জায়গা করে নিয়েছেন দীপিকা পাড়ুকোন ও।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow