এশিয়া কাপ জিতলে কত টাকা পাবে বিশ্বসেরা চ্যাম্পিয়নরা

বর্তমানে সবার মুখে মুখে চলছে এশিয়া কাপের কথা। কবে জিতবে তার প্রিয় মাতৃভূমি? এই আশায় বসে আছে সকল দেশের নাগরিক। আজকের ভিডিওতে আমরা জানব যে এশিয়া কাপ জিতলে যা কত টাকা তার দেশে সম্মানী হিসেবে নিয়ে যাবে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। 

এশিয়া কাপ জিতলে কত টাকা পাবে বিশ্বসেরা  চ্যাম্পিয়নরা
এশিয়া কাপ জিতলে কত টাকা পাবে বিশ্বসেরা  চ্যাম্পিয়নরা
এশিয়া কাপ জিতলে কত টাকা পাবে বিশ্বসেরা  চ্যাম্পিয়নরা

বর্তমানে সবার মুখে মুখে চলছে এশিয়া কাপের কথা। কবে জিতবে তার প্রিয় মাতৃভূমি? এই আশায় বসে আছে সকল দেশের নাগরিক। আজকের ভিডিওতে আমরা জানব যে এশিয়া কাপ জিতলে যা কত টাকা তার দেশে সম্মানী হিসেবে নিয়ে যাবে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। 

চার বছর পরের এবারের এশিয়া কাপে প্রাইজমানি বেড়েছে তিন গুণের বেশি। পাকিস্তান ও শ্রীলঙ্কার সামনে এখন বেশ বড় অঙ্ক হাতে তোলার হাতছানি। শ্রীলঙ্কা ফাইনালে উঠেছে গ্রুপ পর্ব ও সুপার ফোরে খেলা পাঁচ ম্যাচের চারটিতে জিতে। আর পাকিস্তান জিতেছে পাঁচ ম্যাচের তিনটিতে। তবে ফাইনালের ফলে নির্ধারণ হয়ে যাবে কে কার চেয়ে দ্বিগুণ অর্থ নিয়ে ঘরে যাবে। টি–টোয়েন্টি সংস্করণে চলা এবারের এশিয়া কাপে দুই ফাইনালিস্টের মোট প্রাইজমানি তিন লাখ মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৮৫ লাখ টাকা । এর মধ্যে চ্যাম্পিয়ন পাবে ২ লাখ মার্কিন ডলার যা প্রায় ১ কোটি ৯০ লাখ টাকা। আর রানার্সআপ দল পাবে ১ লাখ মার্কিন ডলার। শিরোপাজয়ী দল প্রাইজমানির পাশাপাশি পাবে বিভিন্ন ধরনের বোনাসও। ক্রিকেট বিশ্বে এশিয়া কাপই একমাত্র মহাদেশীয় টুর্নামেন্ট। আর কোথাও হয় না বলে মহাদেশীয় পর্যায়ের তুলনা টানা যায় না। তবে বিশ্বকাপের সঙ্গে মেলাতে গেলে এশিয়া কাপের প্রাইজমানি কয়েক গুণ কম। ২০২১ টি–টোয়েন্টি বিশ্বকাপ জিতে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া পেয়েছিল ১৬ লাখ মার্কিন ডলার। রানার্সআপ নিউজিল্যান্ড পেয়েছিল ৮ লাখ মার্কিন ডলার। 

তিন বিভাগে দুর্দান্ত নৈপুণ্য দেখালো শ্রীলঙ্কান দল। তাতে পাকিস্তানের গর্জন থামিয়ে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হলো লঙ্কানরাই। তাদের অপ্রতিরোধ্য পারফরম্যান্সে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম যেন কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে রূপ নিয়েছিল। টুর্নামেন্টের স্বাগতিক দলতো তারাই! কেবলমাত্র অর্থনৈতিক সংকটের কারণে নিজেদের মাঠে টুর্নামেন্টটি তারা আয়োজন করতে পারেনি, খেলতে পারেনি স্বাগতিক দর্শকদের সামনে। তার পরেও মরুর বুকে আয়োজন করে এই টুর্নামেন্ট জিতে তারা চ্যাম্পিয়ন মানি হিসেবে পেয়েছে ১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১ কোটি ৪১ লাখ ৪৩ হাজার ৫৪০ টাকার মতো। রানার্স আপ পাকিস্তান অবশ্য পেয়েছে ৭৫ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৭০ লাখ ৭১ হাজার ৭৭০ টাকার মতো।      

পুরো টুর্নামেন্টেই লঙ্কানরা ছিল অপ্রতিরোধ্য। উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১০৫ রানের হার। অতৃপ্তি বলতে ওই টুকুই। এরপর বাকি ম্যাচগুলোতে প্রতিপক্ষকে পাত্তাই দেয়নি। রবিবার শেষ ম্যাচে এসে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে ৬ষ্ঠ শিরোপা ঘরে তুলেছে। দুর্দান্ত খেলা একটি আসরে ফাইনালের ম্যাচ সেরা আর টুর্নামেন্ট সেরাও নির্বাচিত হয়েছেন দুই লঙ্কান ক্রিকেটার। ফাইনালে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন ভানুকা রাজাপাকশে। তিনি পেয়েছেন ৫ হাজার ডলার। টুর্নামেন্ট সেরা হয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তার পুরস্কারের মুল্যমান ১৫ হাজার ডলার। 

ফাইনালে রাজাপাকশে খেলেছেন ৪৫ বলে ৭১* রানের বিস্ফোরক এক ইনিংস। ফাইনালে বিপর্যস্ত শ্রীলঙ্কার ইনিংস দাঁড় করিয়েছেন এই ব্যাটারই। ৫৮ রানে ৫ উইকেট হারানো লঙ্কানরা তার ইনিংসের কল্যাণেই ৬ উইকেটে ১৭০ রানের স্কোর গড়তে পেরেছে। এমন কিছুর জন্য ম্যাচ সেরার অন্যতম দাবিদার তো তিনিই।।টুর্নামেন্ট সেরা হওয়ার দৌড়ে হাসারাঙ্গার সঙ্গে ছিলেন মোহাম্মদ রিজওয়ান। কিন্তু পাকিস্তান শিরোপা না জেতায় এই পুরস্কারটি জেতেন লঙ্কান অলরাউন্ডার। রিজওয়ান ৬ ম্যাচে ২৮১ রান করলেও অলরাউন্ড পারফরম্যান্সে উজ্জ্জ্ব ছিলেন হাসারাঙ্গাই। ব্যাট হাতে ৬৬ রান করার পাশাপশি বোলিংয়ে ৬ ম্যাচে নিয়েছেন ৯ উইকেট। 

 এশিয়া কাপে পুরস্কার পেলেন যারা-

বেস্ট ক্যাচ অব দ্য ম্যাচ- ৩ হাজার ডলার- আসেন বান্দারা

প্লেয়ার অব দ্য ম্যাচ- ৫ হাজার ডলার- ভানুকা রাজাপাকশে

প্লেয়ার অব দ্য সিরিজ- ১৫ হাজার ডলার- ওয়ানিন্দু হাসারাঙ্গা 

চ্যাম্পিয়ন দল শ্রীলঙ্কা- ১ লাখ ৫০ হাজার ডলার

রানার্স আপ দল পাকিস্তান- ৭৫ হাজার ডলার

১৯৯০ সালের পর এশিয়া কাপ আয়োজন করে না ভারত, করছে না এবারও।

অর্ধযুগ ধরে এশিয়া কাপ অনুষ্ঠিত হয় বিশ্বকাপকে কেন্দ্র করে, ব্যতিক্রম হচ্ছে না এবারও। প্রায় চার দশক আগে শুরু হওয়ার পর থেকেই এশিয়া কাপের মূল দ্বৈরথে ভারত ও পাকিস্তান, ভিন্নতা নেই এবারও। এই তো, ২০২২ সালের সেপ্টেম্বরে এশিয়া কাপের ট্রফি হাতে তুলল শ্রীলঙ্কা, ঠিক পরের মাসেই অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের প্রথম রাউন্ড নামের বাছাইপর্বে খেলতে হলো। তারও আগে ২০১৬ আসরে রানার্সআপ হওয়া বাংলাদেশকেও তিন দিন পরই নামতে হয়েছিল সেবারের বিশ্বকাপের একই সিঁড়িতে, পা গলাতে হয়েছিল একই জুতায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow