একটি বিলাসবহুল পোকা স্ট্যাগ বিটল, যার দাম কোটি টাকার ও বেশি।

স্ট্যাগ বিটল বলে এমনই একটি পোকা রয়েছে, যার দাম এতটাই বেশি যে, তা দিয়ে আপনি একটা বিলাসবহুল বাড়ি বা গাড়ি কিনতে পারেন। এটিই বিশ্বের সবথেকে দামি এবং বড় পোকা। তো চলুন দেরি না করে এই বিলাস বহন প্রকার কথা জানা যাক। 

একটি বিলাসবহুল পোকা স্ট্যাগ বিটল, যার দাম কোটি টাকার ও বেশি।

স্ট্যাগ বিটল বলে এমনই একটি পোকা রয়েছে, যার দাম এতটাই বেশি যে, তা দিয়ে আপনি একটা বিলাসবহুল বাড়ি বা গাড়ি কিনতে পারেন। এটিই বিশ্বের সবথেকে দামি এবং বড় পোকা। তো চলুন দেরি না করে এই বিলাস বহন প্রকার কথা জানা যাক। 

পৃথিবীতে খুব কম মানুষই আছেন, যাঁরা স্ট্যাগ বিটল সম্পর্কে জানেন। পোষ্য হিসেবে বাড়িতে কেউই পোকামাকড় রাখতে চান না। কিন্তু স্ট্যাগ বিটল যে কী মূল্যবান, যাঁরা জানেন তাঁরা ক্ষুদ্রতম প্রাণীটিকে পেলেই পুষতে চাইবেন, কাছ ছাড়া হতে দেবেন না। এই পোকা অন্যান্য প্রাণীদের তুলনায় ক্ষুদ্রতম হলেও এটি পৃথিবীর সবচেয়ে বড় পোকা। প্রায় সাড়ে 8 সেন্টিমিটার পর্যন্ত বাড়তে পারে এরা। এই ধরনের পোকাগুলির এত দাম হয়, তার কারণ এদের দিয়ে কিছু জীবনদায়ী ওষুধ তৈরি হয়। 

পচা কাঠের উপর চলাফেরা করে স্ট্যাগ বিটল লার্ভা সেখানে যে কোনও ছত্রাক বা অন্যান্য জীবকে খায়। তারা ধারালো চোয়াল ব্যবহার করে তন্তুযুক্ত পৃষ্ঠকে স্ক্র্যাপ করে। মূলত এই কীটদের দেখা যায় বনভূমিতে। অনেক সময় বাড়িতে এবং পার্কেও দেখা যায় এদের। বিশেষ করে যেখানে কাঠ তৈরি হচ্ছে, প্রচুর কাঠ রাখা আছে, তাদের মধ্যে পচা কাঠও রয়েছে, সেই সব জায়গায় স্ট্যাগ বিটলদের বেশি করে দেখা যায়। স্ট্যাগ বিটল পোকার দাম লাখ টাকা নয়, কোটি টাকারও বেশি। আপনি যদি কোনও ভাবে এই ধরনের একটি পোকা ধরতে পারেন, তাহলে তাকে আগলে রেখে দেবেন। 

কারণ, যে দামটা এখন কোটি, তা যে কয়েক বছর পর কোন জায়গায় পৌঁছতে পারে, সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের একটি রিপোর্ট অনুযায়ী, একটি দামি গাড়ি বা বাড়ির থেকেও এই পোকাগুলি দামি হয়। স্ট্যাগ বিটল হল বিরলতম প্রজাতির কীট, যা মাত্র 2 থেকে 3 ইঞ্চির হয়। স্ট্যাগ বিটলরা হল লুকানিডে পরিবারের সদস্য, যাদের 1200 প্রজাতি রয়েছে। 

স্ট্যাগ বিটলদের সবথেকে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল তাদের সিং, যা ব্ল্যাকহেড থেকে বেরিয়ে আসে। কয়েক বছর আগে একজন জাপানি ব্রিডার তার স্ট্যাগ বিটলটিকে 89,000 মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় 65 লাখ টাকায় বিক্রি করেছিলেন। এখন মানুষ এর জন্য কোটি কোটি টাকা দিতেও প্রস্তুত। স্ট্যাগ বিটলরা এমনিতে শান্ত স্বভাবের। তবে আপনি যদি ওদের ঘাঁটাতে যান, তাহলে হুল ফুটিয়ে দিতে পারে। পুরুষের তুলনায় মহিলা স্ট্যাগ বিটলদের চোয়াল বেশি শক্ত এবং কামড়ালে খুবই ব্যাথা হতে পারে। তবে এরা আক্রমণাত্মক নয়। 

স্ট্যাগ বিটলদের বয়স অনেকটাই বেশি হয়। অনেক দিন পর্যন্ত বাঁচতে পারে এরা। তবে শীতকাল এই পোকাগুলির জন্য কোনও দিক থেকে ভাল নয়। বিশেষ করে স্ট্যাগ বিটলগুলি শীতলকালেই মারা যায়। এদের যদি উষ্ণ ও পরিষ্কার জায়গায় রেখে দেওয়া যায়, তাহলে এরা শীতকালেও যথেষ্ট ভাল থাকে। একটা স্ট্যাগ বিটল অন্তত 7 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। বিশ্বে প্রায় ১,২০০ টিরও বেশি প্রজাতির স্ট্যাগ বিটল রয়েছে। তাঁর মধ্যে মাত্র কয়েকটি প্রজাতিই আকর্ষণীয় এবং মূল্যবান বলে বিবেচিত হয়। কিছু কিছু ক্ষেত্রে উৎসাহী মানুষরা এই পোকা ক্রয় করতে ১ কোটি টাকা পর্যন্ত খরচ করতে প্রস্তুত থাকেন। যেখানে সাধারণত পোকামাকড়ের জন্য কেউ ১০ টাকাও খরচ করতে পছন্দ করেন না। কিছু মানুষ এদের রক্ষণাবেক্ষণ করলেও অধিকাংশ মানুষই এদের থেকে দূরেই থাকতে পছন্দ করে। কিন্তু সম্প্রতি হওয়া স্ট্যাগ বিটল এমনই এক প্রজাতির পোকা, যা ক্রয় করতে মানুষ কোটি কোটি টাকা খরচ করতেও রাজি। স্ট্যাগ বিটল একটি বিরল প্রজাতির পোকা হিসাবে বিবেচিত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow