আলিয়া ভাট এর জীবনী
আলিয়া ভাট জন্ম ১৫ মার্চ ১৯৯৩ একজন ভারতীয় অভিনেত্রী এবং গায়িকা, যিনি মূলত বলিউড চলচ্চিত্রে কাজ করেন। ২০১৭ সালে থেকে তিনি ফোর্বস ইন্ডিয়ার সেলিব্রিটি ১০০ তালিকায় এবং ২০১৭ সালে ফোর্বস এশিয়ার থার্টি আন্ডার থার্টি তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।ভাট পরিবারে জন্মগ্রহণকারী আলিয়া, চলচ্চিত্র নির্মাতা মহেশ ভাট এবং অভিনেত্রী সোনি রাজদানের কন্যা।
আলিয়া ভাট জন্ম ১৫ মার্চ ১৯৯৩ একজন ভারতীয় অভিনেত্রী এবং গায়িকা, যিনি মূলত বলিউড চলচ্চিত্রে কাজ করেন। ২০১৭ সালে থেকে তিনি ফোর্বস ইন্ডিয়ার সেলিব্রিটি ১০০ তালিকায় এবং ২০১৭ সালে ফোর্বস এশিয়ার থার্টি আন্ডার থার্টি তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।ভাট পরিবারে জন্মগ্রহণকারী আলিয়া, চলচ্চিত্র নির্মাতা মহেশ ভাট এবং অভিনেত্রী সোনি রাজদানের কন্যা। ১৯৯৯ সালে তনুজা চন্দ্র পরিচালিত সংঘর্ষ চলচ্চিত্রে শিশুশিল্পীর ভূমিকায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে তার আত্মপ্রকাশ ঘটে। পরবর্তীকালে একজন প্রাপ্তবয়স্ক অভিনেত্রী হিসাবে সিদ্ধার্থ মালহোত্রা ও বরুণ ধবনের বিপরীতে করণ জোহর পরিচালিত প্রণয়ধর্মী হাস্যরসাত্ত্বক স্টুডেন্ট অব দ্য ইয়ার ২০১২ চলচ্চিত্রের মাধ্যমে নিয়মিত অভিনয় শুরু করেন তিনি; যেটি সে বছরের বক্স অফিসে সাফল্য অর্জন করে। ২০১৯ সালে তার সর্বাধিক উপার্জনকারী সঙ্গীতধর্মী নাট্য চলচ্চিত্র গালি বয় মুক্তি পায়। চলচ্চিত্রটি ৯২তম একাডেমি পুরস্কারে সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র বিভাগে ভারত থেকে নির্বাচিত হয়েছিল। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি, ভাট তার পোশাক এবং হ্যান্ডব্যাগগুলির নিজস্ব ধারার বিবর্তন ঘটিয়েছেন এবং বাস্তুতান্ত্রিক উদ্যোগের অংশ হিসাবে কোএক্সজিস্ট নামক একটি সংস্থা প্রতিষ্ঠা করেন। তিনি তার অভিনীত ছয়টি চলচ্চিত্রের গানে কণ্ঠশিল্পী হিসাবে কাজ করেছেন, যার মধ্যে ২০১৪ সালের একক "সামঝাওঁ আনপ্লাগড" গানটি প্রায়শই তিনি মঞ্চ শো এবং কনসার্ট সফরে পরিবেশন করেছেন। এছাড়াও তিনি নিয়মিত মঞ্চে একক ও যৌথ পরিবেশনায় অংশ নিয়ে থাকেন। দেখতে নরম মনে হলেও হলেও সত্যি আলিয়া ভাট একজন ভালো খেলোয়াড়। স্কুল ও কলেজে হ্যান্ডবল কম্পিটিশনে নিয়মিত পুরস্কার জিততেন এই তারকা মানুষের কতো অদ্ভুত ধরণের ফোবিয়াই না থাকে। আলীয়া ভাটের রয়েছে ‘বোটানোফোবিয়া’। অর্থাৎ গাছ ভয় পান ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ তারকা! হাতের তালুতে কোনো গুল্মজাতীয় গাছ ধরে রাখতে পারেন না তিনি। সোজাসাপ্টা কথা ও দৃঢ়চেতা ব্যকতিত্বের জন্য আলিয়ার প্রিয় তারকা হলেন কঙ্গনা রানাউত। ভবিষ্যতে কঙ্গনার মতো একজন শক্তিশালী অভিনেত্রী হতে চান বলে বিভিন্ন সাক্ষাতকারে বলেছেন এ তারকা। অভিনেত্রী হিসেবেই তাকে সবাই চিনলেও তিনি একজন ভালো চিত্রশিল্পী ‘চারকোল পেইন্টিংস’ আলিয়ার সবচেয়ে প্রিয়। ৫ বছর কোর্টশিপে থাকার পর ২০২২ সালের ১৪ এপ্রিল কাপুর পরিবারের বাড়ির বারান্দায় বিয়ে করেন রণবীর-আলিয়া। অনাড়ম্বর বিয়েতে প্রচুর টাকা খরচ করেননি দুই তারকা। তাঁরা সংসারী মানুষ। কিন্তু তাঁদের অর্থের অভাব নেই। প্রচুর উপার্জন করে ফেলেছেন তারকা দম্পতি। কিন্তু আলিয়া-রণবীরের মধ্যে তুলনায় বেশি ধনী কে? এবার সামনে এল সেই তথ্য। জানা গেল, তাঁদের বর্তমান টাকা পয়সার হিসেবও। বিয়ের সময় আলিয়া-রণবীরের সম্পত্তির মূল্য ছিল ৪৮৫ কোটি টাকা। সেই মূল্য বেড়েছে অনেকগুণ। তাও প্রায় দ্বিগুণ। এই মুহূর্তে ৮৮৫ কোটি টাকার মালিক আলিয়া-রণবীর। ৭৯.২ শতাংশ টাকার সম্পত্তি বেড়ে তাঁদের। এবং এই হিসেব খতিয়ে দেখলে, সম্পত্তি বেশি আলিয়ারই। তিনিই প্রকৃত অর্থে 'বস'। স্বামী রণবীরের তুলনায় ৫৮.৬৭ শতাংশ বেশি সম্পত্তি রয়েছে তাঁর। গত দু'বছরে সম্পত্তির মূল্য বেড়েছে আলিয়ার। বিয়ের আগে 'গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি', বিয়ের পর 'রকি অউর রানি কি প্রেম কাহানি' এবং হলিউড ছবি 'হার্ট অফ স্টোন'-এ অভিনয় করেছেন। টাকা রোজগার করেছেন ডলারেও। অন্যদিকে রণবীর কাপুরের ছবি 'অ্যানিম্যাল' মুক্তি পেয়েছে সম্প্রতি। সেই ছবি বিপুল ব্যবসা করেছে। ভাগ পেয়েছেন রণবীর। আলিয়ার সম্পত্তির তালিকায় রয়েছে বান্দ্রায় ১২-১৫ কোটি টাকার অ্যাপার্টমেন্ট। রণবীরকে বিয়ের আগে মুম্বইয়ে তাঁদের 'বাস্তু' বাড়ির ৫ তলায় ৩২ কোটি টাকার একটি অ্যাপার্টমেন্ট কিনেছিলেন আলিয়া। 'এড মামা' নামের এক পোশাক কোম্পানি আছে আলিয়ার। গর্ভবতী এবং নতুন মায়েদের জন্য পোশাক তৈরি করে সেই কোম্পানি। রয়েছে তাঁর নিজস্ব প্রযোজনা সংস্থা ইটারনাল সানসাইন প্রোডাকশনস। ৪০ কোটি টাকার আর্থিক লগ্নি আছে তাঁর। ৬০ কোটি টাকার রিয়েল এস্টেট আছে। ফিনক্যাশে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, সব মিলিয়ে ৫২০ কোটি টাকার মালিক আলিয়া একা। নয়া দিল্লির বিজ্ঞান ভবনে পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে হাজির হয়ে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে সম্মাননা স্মরক গ্রহণ করেন আলিয়া। পুরস্কার গ্রহণের জন্য বর রণবীর কাপুরকে সঙ্গে নিয়ে হাজির হয়েছিলেন আলিয়া ভাট। সব্যসাচীর ডিজাইন করার শাড়ি পরেছিলেন তিনি। গোপায় গুজেছিলে সাদা গোলাপ। সেরা অভিনেত্রী বিভাগে যৌথভাবে পুরস্কার পেয়েছেন আলিয়া ভাট ও কৃতি স্যানন। ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’ সিনেমার জন্য এ পুরস্কার পেয়েছেন আলিয়া। এস হুসাইন জাইদির ‘মাফিয়া কুইন অব মুম্বাই’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’। এতে আলিয়াকে কামাথিপুরা পতিতালয়ের মালিক গাঙ্গুবাঈ চরিত্রে দেখা গেছে। অল্প বয়সী এক নারী কীভাবে সাহসিকতা দিয়ে কামাথিপুরায় নিজের রাজত্ব গড়ে তোলেন তা এই সিনেমার গল্পে তুলে ধরা হয়েছে। ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি মুক্তি পায় সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’। ১০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা বক্স অফিসে আয় করে ২০০ কোটি রুপির বেশি।
What's Your Reaction?