ফেসবুক কুপন কি-ফেসবুক এড কুপনের বিস্তারিত

ফেসবুক কুপন, ফেসবুক এড কুপন, facebook coupon, নতুন ট্রিক্স দিয়ে কুপন নিন, কুপন এর ফলে রিচ আসছেনা? %%primary_category%% %%sitename%% এড কুপন

ফেসবুক কুপন কি-ফেসবুক এড কুপনের বিস্তারিত

ফেসবুক কুপনের বিস্তারিতঃ

কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। কারণ ভালো নাহ থাকলে কেউ দুরন্ত ভিজিট করেনাহ। টাইটেল দেখেই নিশ্চই বুঝে গেছেন আজকের আর্টিকেল এ আমরা ফেসবুক কুপন নিয়ে আলোচনা করব। তার আগে চলুন জেনে নেই ফেসবুক কুপন কিফেসবুক কুপন এর সাহায্যে আসলে ফেসবুক পেইজের পোস্ট বুস্ট করা যায়। আপনি আপনার ফেসবুক পেজ এর যেকোনো পোস্ট ফেসবুকের দেয়া কুপনের মাধ্যমে প্রমোট করতে পারবেন। ফেসবুক পেজ বুস্ট মাস্টার কার্ড এর মাধ্যমে দেয়া লাগে কিংবা পেপাল,আমেরিকান এক্সচেঞ্জ ইত্যাদি মেথডে পেমেন্ট করা লাগে।  আজকের আর্টিকেল এ আমরা জানবো কিভাবে ফেসবুক কুপন পেতে হয়, ফেসবুক কুপন এর সঠিক ভাবে ব্যবহার, কার্ড ছাড়া কুপন তৈরি,কুপন সেল/বায়, ভার্চুয়াল মাস্টার কার্ড তৈরী ইত্যাদি ইত্যাদি। অর্থাত আজকের আর্টিকেল এর মধ্যে কুপনের বিস্তারিত লিখবো, তো চলুন শুরু করা যাক। ফেসবুক কুপন কিঃ ফেসবুক এড কুপন হলো পেজ ব্যবহারকারীদের জন্যে ফেসবুক কর্তৃক দেওয়া একটা উপহার। এর অফিশিয়াল নেইম হচ্ছে ফেসবুক এড ক্রেডিট। এটি এক বিশেষ ধরণের পেমেন্ট মেথড যেটির মাধ্যমে আপনি আপনার ফেসবুক পেজ বা এখন নতুন অপশনে  ইন্সটগ্রাম একাউন্টের এড বিল পে করতে পারবেন। নতুন কোনো এড  একাউন্ট ক্রিয়েট করলে কিংবা রেগুলার বুস্ট করতেন কিন্তু অনেকদিন ধরে বুস্ট অফ রাখলে ফেসবুক কুপনের অফার দেয়। এছাড়াও ফেসবুক এর সাথে অফিশিয়ালি সম্পর্ক আছে এমন কিছু ওয়েবসাইট বা কোনো কোম্পানির কোনো কার্যক্রমে অংশগ্রহণ করলে আপনি এড ক্রেডিট পেতে পারেন। এবং আপনি কোনোভাবেই ফেসবুকের থেকে এড কুপন কিনতে পারবেন না। আর এটি পেতে হলে আপনাকে ফেসবুক পেজের এডমিন এ থাকতে হবে এবং একটি এড একাউন্ট থাকা লাগবে। 

কুপন কোথায় পাবেনঃ

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা কুপন সেল করেন। আপনি চাইলে ফেসবুকের বিভিন্ন পেজ থেকে কুপন কিনে বুস্ট করতে পারেন কিংবা আজকের পোস্টের পর আপনি নিজেই কুপন তৈরী থেকে সেল করে সবই শিখতে পারবেন। ফেসবুক কুপনের রেটঃ কুপন সাধারণত পাচ,দশ,পনেরো, থেকে পঞ্চাশ ইত্যাদি ডলারের হয়। তবে পাচ ডলারের কুপন বেশি পাওয়া যায়। কুপন যারা সেল করে থাকেন, তারা একেকজন একেক রেটে কুপন সেল করেন। ধরুন প্রতি ডলার ৪০/৫০ টাকা করে হলে ৫ডলারের কুপন মাত্র ২০০/২৫০ টাকা যেখানে আপনার লাগতো ৮৫*৫=৪২৫ টাকা। 

কারো থেকে কুপন কিনে যেভাবে কুপন দিয়ে বুস্ট করবেন/ফেসবুক কুপন রান করানোর নিয়মঃ

আপনি কারো থেকে কুপন কেনার পর সে আপনাকে অন্য একটা ফেসবুক একাউন্ট বা এড একাউন্ট থেকে তার এড একাউন্টের এক্সেস দিবে। ফেসবুক এড একাউন্ট এর এডমিনশিপ/এক্সেস নেয়ার পর আপনি আপনার ফেসবুক এর পেজ অপশনে চলে যাবেন। সেখান থেকে আপনার পেজ/পোস্ট এর বুস্ট অপশোনে ক্লিক করুন। পেজ এর প্রমোট অপশন গুলো ডাবল চেক দিন কারণ একবার ভুল হলে আর রিফান্ড পাবেন না সেক্ষেত্রে আবার বুস্ট অফ করে নতুন এড রান করানো লাগে। কারেন্সির আশেপাশে দেখবেন you have a ad balance 5$/$ এরকম লিখা সেখানে ক্লিক করে অথবা দেখবেন উক্ত একাউন্টে আগে থেকে কার্ড এড করা আছে আপনি কার্ডে ক্লিক করে সিলেক্ট করে নিবেন ।  কুপন ব্যবহারের মেয়াদঃ কুপন ব্যবহারের কোনো নির্দিষ্ট মেয়াদ নেই। তবে যখন কুপন দেয় তার থেকে ৩০ দিনের মধ্যে কুপন রিডিম করে নিতে হয়,নতুবা কুপন এর মেয়াদ শেষ হয়ে যাবে। আপনি কুপনের ব্যলান্স জানতে এড একাউন্টে ক্লিক করে কুপন থেকে এর মেয়াদ আর ব্যালান্স দেখতে পারবেন। কুপন ব্যবহারে রিচ কমে যায় কিনাঃ আমাদের মধ্যে অনেকেরই একটা ভুল ধারণা রয়েছে যে কুপন দিয়ে ফেসবুক পেজ বুস্ট করলে পেজ আনপাব্লিশ/রেস্ট্রিকশন/রিচ কম এসব হয়। এগুলো সম্পূর্ন ভুল ধারণা । যদি এমনটাই হতো তাহলে ফেসবুক কখনো কুপন দিতোনা। এটি একটি পেমেন্ট মেথড মাত্র, এর সাথে রিচ বাড়া-কমার কোনো সম্পর্কই নেই। মুলত ফেসবুকের বর্তমানে অনেক নতুন টার্ম এন্ড কন্ডিশন এড করা হয়েছে। যার ফলে সামান্য কিছু ভুলের জন্যে আপনার পেজ এর রিচ কমে যেতে পারে। নিজের অভিজ্ঞতা থেকে কিছু ভুল আমরা প্রায়শ করে থাকি সেগুলো উল্লেখ করলামঃ ১। কপিরাইট যুক্ত ছবি দিয়ে বুস্ট করা ২। অপ্রাসংগিক টার্গেট করা। যেমন মেয়েদের প্রোডাক্ট সেল করতে গিয়ে শূধু মেন অডীয়েন্স দেয়া আবার ফার্নিচার সেল করতে গিয়ে অনলাইন এ ইনকাম বিষয়ক ট্যাগ দিয়ে দেয়া। এছাড়াও ভুল হ্যাশট্যাগ ব্যবহারের ফলে পেজ এর এড রিচ কমে যায়। ৩। এড এর মধ্যে স্প্যাম ওয়ার্ড থাকলে,এ ক্ষেত্রে এড ডিজেবল ও হয়ে যেতে পারে। কুপন ব্যবহার করে প্রতারণাঃ কুপন নিয়ে নানা রকমের প্রতারণার ফাদ ফেলা হচ্ছে বর্তমানে। অনেকেই বর্তমানে বিভিন্ন ট্রিক্স ব্যবহার করে কুপন তৈরি করছে আর সেগুলো সেল দিয়ে ব্যবসা করছে। কিছু সাধারণ বাটপারি যা ফেসবুক কুপন বায়-সেল এর সময় করা হয়ঃ ১। কুপন সাধারণত পার্সোনাল এড একাউন্টে আসে, এবং এর মাধ্যমে রিডিম করা হয়। উক্ত একাউন্টের মুল মালিক হচ্ছেন যিনি কুপন সেল করেন তিনি। উক্ত এডমিন চাইলে এড একাউন্টের যেকোনো ইউজার কে রিমুভ করে দিতে পারেন। আবার চাইলে অন্য কাউকে এডমিন/এডিটর/এডভার্টাইজার দিতে পারেন । তবে চাইলেই যে কাউকে যেকোনো সময় রিমুভ করে দিতে পারেন কিন্তু মুল এডমিন কে কেউ রিমুভ করতে পারেনা। যেহেতু রিমুভ করতে পারে না সেহেতু এইভাবে ফেইক সেল অর্থাত এক্সেস দিয়ে পরবর্তীতে এক্সেস নিয়ে নিতে পারে মানে রিমুভ করে দিতে পারবেন।  ২। যার থেকে কুপন কেনা হয় সে ওই একাউন্টে অন্য কাউকে হয়তো সেল দিয়েছেন দেখা গেলো তাতে পলিসি ভায়োলেশন হয়ে আপনি সহ ক্ষতিগ্রস্থ হলেন। ৩। এসব ক্ষেত্রে এডমিন ডিল করে নেয়া ভালো ,তবে অনেক সময় ফেক এডমিন সেজেও ফেইক ডিল করে ফেলা হয়। ৪। কম টাকায় অনেকে বুস্ট সার্ভিস দিয়ে থাকে, এতে বুস্ট সম্পর্কে যাদের ধারণা নেই তারা পেইজের ক্ষতি করতে পারে।    ফেসবুক কুপনে বুস্ট বুবহারের কিছু ক্ষতিকর দিকসমূহঃ ১। একই আইডি দিয়ে বার বার বুস্ট করতে থাকলে ফেসবুক কর্তৃপক্ষ সেটাকে স্প্যাম ভেবে নেয়। বুস্ট সময় এডভার্টাইজিং রেস্ট্রিকশন দিয়ে দেয়।  ২। ভার্চুয়াল কার্ড যেহেতু প্রাইমারী পেমেন্ট মেথড হিসেবে থাকে সেহেতু কার্ড ভেরফাই করতে গেলে প্রব্লেম হয়।  ৩। ফেইক একাউন্ট থেকে বুস্ট দেয়া হলে একাউন্ট বারবার লক/ভেরিফিকেশনে পরতে পারে।   কুপন তৈরি করার নিয়মঃ ১। র‍্যান্ডম যেকোনো মাস্টারকার্ড তৈরি  করা যায় এমন সাইটে যাবেন।যেমন স্পেশীয়ালহ্যাকিং। ২। কার্ড ইনফো গুলো সঠিক কিনা চেক করবেন।কার্ড চেক করতে সিউটহাব সাইট ভালো। ৩। ভেলিড কার্ড এর ইনফো নিয়ে কুপন এপ্লাই করা হয়নি এমন ফেসবুক পেজ থেকে পেজ ক্রিয়েট করবেন। ৪। তারপর নয়ুন খোলা ফেসবুক পেইজটিতে ফিমেল কিছু ছবি আপ্লোড করবেন এবং প্রোফাইল আর কাভারে সেইম ছবি দিবেন।   ৩। কুপন এর জন্যে অই কার্ডের ইনফো দিয়ে কয়েকবার বুস্ট এ ক্লিক করে বের হয়ে যাবেন। ৫। ছয়-সাত দিন পর চেক করে দেখবেন, কুপন পেয়ে যাবেন।  নোটঃ সব একাউন্টে এভাবে কুপন আসবে না। একাউন্ট গুলো একটু পুরোনো হতে হবে। আর কুপন আসার পর নোটিফিকেশন প্রায়ই আসেনা, সেক্ষেত্রে বুস্ট অপশনে গিয়ে চেক করে দেখবেন। আজকের আর্টিকেলে আপনাদের কুপন এর ব্যবহার,এর ক্ষতিকারক দিক,সাবধানতা এবং কিভাবে কুপন তৈরি করা হয় তা নিয়ে বর্ণনা করেছি। আর্টিকেলটি ভালো লাগলে ফেসবুকে শেয়ার করে দিন এবং কোনো কিছু না বুঝলে কমেন্ট করুন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow