"স্ত্রী নারী নন!" বিবাহ বিচ্ছেদের আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ স্বামী

"স্ত্রী নারী নন!" বিবাহ বিচ্ছেদের আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ স্বামী
ভারতের মধ্যপ্রদেশের এক স্বামী হাইকোর্ট থেকে দেয়া রায়ের বিরুদ্ধে আপিল করতে সুপ্রিম কোর্টের দরজায় কড়া নাড়ছেন৷ তার দাবি তিনি তার স্ত্রীকে ডিভোর্স দিতে চান, কেননা তার স্ত্রী নারী নন। সুপ্রিম কোর্ট স্বামীর করা এই আবেদনের পরিপ্রেক্ষিতে স্ত্রীকে নোটিশ পাঠিয়েছে। তার স্ত্রী চিকিৎসার ইতিহাস প্রকাশ না করায় স্বামী প্রতারিত হয়েছেন কারণ তার স্ত্রী একজন মহিলা নন। পিটিশনে বলা হয়, ওই ব্যক্তি এবং মহিলার বিয়ে হয় ২০১৬ সালের জুলাই মাসে। বিয়ের পর তাদের মাঝে শারীরিক সম্পর্ক স্থাপন হয় নি। পরবর্তীতে স্বামী জানতে পারেন, একজন নারীর সাথে তার স্ত্রীর শারীরিক মিল কম। ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার জানান অই ব্যক্তির স্ত্রী ইম্পার্ফোটেড হাইমেন নামের এক শারীরিক সমস্যায় আক্রান্ত৷ স্ত্রীর অপারেশন করা হলেও ডাক্তার জানান তিনি কখনোই মা হতে পারবেন না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow