সেক্স মিউজিয়াম থেকে আদালতে তরূণী!

সেক্স মিউজিয়াম থেকে আদালতে তরূণী!

সেক্স মিউজিয়াম থেকে আদালতে তরূণী!

সামাজিক যোগাযোগের মাধ্যম গুলোতে নেদারল্যান্ড এর আমাস্টারডাম সেক্স মিউজিয়াম এর কিছু ছবি পোস্ট করায় নিজ দেশে আদালতের মুখোমুখি হয়েছেন একজন তুর্কি তরুণী, যার ইনস্টগ্রামে ফলোয়ারের সংখ্যা প্রায় ৬ লক্ষাধিক।   বিবিসিকে মার্ভে তাসকিন নামের ওই তরুণী জানায়, আমস্টারডামের বিশ্ব বিখ্যাত ’সেক্স মিউজিয়ামের ভেতরের কিছু ছবি আমি মজা করবার জন্যে পোস্ট করেছিলাম। কিন্তু গ্রীষ্মকালীন ছুটিতে দেশে ফিরে আমি বিচারের মুখোমুখি হয়েছি। আমাকে কয়েকবারই আদালতে যেতে হয়। পরে পোস্ট মুছে ফেলার পর মুক্তি পেয়েছি।   ২৩ বছর বয়সী তাসকিন গত বছর এর জানুয়ারিতে আমাস্টারডাম এর সেক্স মিউজিয়াম থেকে কেনা কিছু সেক্স রিলেটেড টয় এর ছবি পোস্ট করেছেন। কয়েক মাস পরে তুরস্কে ফিরলে তাকে অভিযুক্ত করা হয়।   দেশটিতে ‘অশ্লীল বিষয়বস্তু’ ধারার কোনো কিছু ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার বা পোস্ট করলে ২২৬ ধারায় দণ্ডনীয় হিসেবে গণ্য করা হয়। তাই ওই তুর্কি তরুণীকে অশ্লীলতার অভিযোগেই আদালতে ডাকা হয়েছে।   এই আইন অনুযায়ী, সামাজিক মাধ্যমে কোনো ধরনের অশ্লীল উপাদান প্রকাশ করলে তাকে জরিমানা বা তিন বছরের কারাদণ্ড ভোগ করতে হতে পারে।   তবে তাসকিন বলছেন, ‘আমার উদ্দেশ্য ছিলো মজার ছলেই সামাজিক মাধ্যমে ছবি প্রকাশ করা। এই ছবি গুলোকে কোনো ধরনের আপত্তিকর কিছু মনে হয়নি আমার কাছে।   দেশে ফিরে তাসকিন দুই বার আদালতে যান। তখন তিনি আত্মপক্ষ সমর্থন করে বিবৃতি দেয়। তখন তিনি ধারণা করেন, এই বিষয়টা এখানেই শেষ। কিন্তু চলতি বছর এর শুরুর দিকে পুনরায় ইস্তাম্বুল এর আদালতে তাকে তলব করা হয়। এতে তিনি অবাকই হয়েছেন।   এই ঘটনাটি নেদারল্যান্ডে বিপুল আলোচিত হয়েছে। বিবিসিকে আমস্টারডাম সেক্স মিউজিয়ামের পরিচালক মনিক ভ্যান মার্লে বলেন, এই পরিস্থিতি একেবারেই হাস্যকর। তিনি বলেন, তাসকিনের সমস্যায় পড়ার কথা শোনে অত্যন্ত দু:খ পেয়েছি। তিনি অন্য নারীদের জন্যে রোল মডেল হয়ে থাকবেন।   পরিচালক আরো জানায়, আমাদের মিউজিয়ামটি সারাবিশ্বের মানুষকে যৌনতার ইতিহাস সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে ও শিক্ষিত করার উদ্দেশে তৈরি করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow