সারাক্ষণ অনলাইনে থাকলেও জানবে না কেউ - কিভাবে

সারাক্ষণ অনলাইনে থাকলেও জানবে না কেউ - কিভাবে
যারা অনলাইনে একটিভ থাকতে পছন্দ করেন, তাদের জন্য সবচাইতে বিরক্তিকর একটি ব্যাপার হচ্ছে, পরিচিতজনরা হুট করেই নক দিয়ে জিজ্ঞাসা করে কি করছেন অনলাইনে? কিংবা কেন সারাক্ষণ অনলাইনে! এমন প্রশ্নের উত্তর দেয়া যেমন বিব্রতকর, তেমনি একই সাথে বিরক্তিকরও বটে। তবে আজ আপনাদের এই অনলাইন প্রেমীদের জন্য রয়েছে সুখবর। এরপর থেকে আপনি চাইলেই সারাক্ষণ অনলাইনে থাকতে পারবেন, অথচ আপনার পরিচিতরা জানবেন আপনি অফলাইনে। এর জন্য যা করবেন.. আপনার ফেইসবুক মেসেঞ্জার চালু করে ওপরের বাম পাশে থাকা প্রোফাইলের ছবিতে ক্লিক করুন। এরপর একটিভ স্টাটাসের অপশনের উপর ক্লিক করে শো হোয়েন ইউ আর একটিভ দেখা যাবে। এবার ডান পাশে থাকা টগল ম্যানু চেপে  অপশনটি বন্ধ করে দিন। হোয়াটসঅ্যাপে অফলাইন হওয়ার জন্য প্রথমে সেটিংস এ যান। সেখান থেকে বেছে নিন প্রাইভেসি অপশন। সেখান থেকে মাই কন্টাক্টস একসেপ্ট সিলেক্ট করুন। এখানে আপনি যার কাছ থেকে আপনার তথ্য গোপন রাখতে চাইছেন কিংবা ইনএকটিভ দেখাতে চাচ্ছেন সেই নম্বরটি সিলেক্ট করুন। এক্ষেত্রে উল্লেখ্য পরবর্তীতে আপনিও আর সেই ব্যক্তির লাস্ট সিন কিংবা অনলাইন স্টাটাস দেখতে পারবেন না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow