মুঠোফোনে বিরক্তিকর খুদে বার্তার যন্ত্রণা থেকে রেহাই পেতে করণীয়

মুঠোফোনে বিরক্তিকর খুদে বার্তার যন্ত্রণা থেকে রেহাই পেতে করণীয়
চলমান জীবনে মোবাইল বা মুঠোফোন একটি অত্যন্ত প্রয়োজনীয় অংশ। তবে সময়ে ও সময়ে আমরা বিরক্ত হই মুঠোফোনে আসা নানা রকম খুদে বার্তার যন্ত্রণায়। বিভিন্ন টেলিকম কোম্পানি তাদের বাণিজ্যিক বিভিন্ন অফার নিয়ে হাজির হয় আপনার আমার ফোনে। কিন্তু অসময়ে আসা এসব খুদে বার্তা থেকে রেহাই পেতে আমরা মোটামুটি সবাই পাই। আমাদের জন্য সুখবর এনেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। তাদের এক বিজ্ঞপ্তি সুত্র জানা গেছে, সেবার মান আরও উন্নত করতে 'ডু নট ডিস্টার্ব বা ডিএনডি' সেবা চালু করেছে। বিরক্তিকর খুদে বার্তার যন্ত্রণা থেকে রেহাই পেতে করণীয়ঃ গ্রামীন ফোনের ক্ষেত্রেঃ *১২১*১১০১# ডায়েল করে এবং বাংলালিংকের ক্ষেত্রে - *১২১*৮*৬# এবং রবি বা এয়ারটেলের ক্ষেত্রে *৭# ডায়েল করে মুক্তি পেতে পারেন টেলিকম কোম্পানিগুলোর বানিজ্যিক প্রচারণা থেকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow