মানুষের শরীরে ছাগলের অণ্ডকোষ প্রতিস্থাপন হাতুড়ে চিকিৎসকের!

মানুষের শরীরে ছাগলের অণ্ডকোষ প্রতিস্থাপন হাতুড়ে চিকিৎসকের!
ঘটনাটি বিংশ শতকের। এক অস্ত্রোপচার করেই সারাবিশ্বে জনপ্রিয়তা অর্জন করেছিলেন জন ব্রিঙ্কলে নামে এক হাতুড়ে চিকিৎসক। জীবন্ত ছাগলের অন্ডকোষ কেটে মানুষের শরীরে প্রতিস্থাপন করেছিলেন ওই চিকিৎসক। অই ঘটনাএ পর জন ব্রিঙ্কলে সারাবিশ্বে পরিচিতি পান 'গোট গ্ল্যান্ড ডাক্তার হিসেবে। কেননা ছাগলের অন্ডকোষ মানুষের শরীরে প্রতিস্থাপনে তিনি হয়েছিলেন সফল এবং এরপর অই রোগীর যৌন ক্ষমতা বৃদ্ধি পায়। ফলে খুব দ্রুতই ছড়িয়ে পড়ে ছাগলের অন্ডকোষ মানুষের শরীরে প্রতিস্থাপন করলে পুরুষের যৌন ক্ষমতা বৃদ্ধি পায়। ব্রিঙ্কলে'র খ্যাতি এভাবে ছড়িয়ে পড়লে তার ক্লিনিকে ছাগলের অন্ডকোষ প্রতিস্থাপনের জন্য মানুষের লাইন লেগে যায়। তবে পরবর্তীতে আর সফল হয়ে উঠতে পারেন নি জন ব্রিঙ্কলে। ছাগলের অন্ডকোষ মানুষের শরীরে প্রতিস্থাপনের পর বেশ কয়েকজন অসুস্থ হন এবং চিরকালের জন্য অকেজো হয়ে পড়েন। ফলে শেষ পর্যন্ত জন ব্রিঙ্কলে'র চিকিৎসক লাইসেন্স বাতিল করে স্থানীয় সরকার৷

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow