মাত্র তিন উপায়ে হতে পারেন উকুন মুক্ত

মাত্র তিন উপায়ে হতে পারেন উকুন মুক্ত
শীত শেষ অনেক আগেই। পড়েছে তীব্র গরম! আর এই গরমে মাথা ঘেমে চুল নোংরা হওয়া খুবই স্বাভাবিক ব্যপার। আর নোংরা মাথা থেকেই জন্ম নেয় উকুনের। মাথায় উকুন নিয়ে ঘুরে বেড়ানো একদিকে যেমন অস্বস্তিকর, তেমনি বিরক্তিকরও বটে। তবে মাত্র তিনটি ঘরোয়া উপায় অবলম্বন করেই আপনি পেতে পারেন উকুন মুক্ত সুস্থ সুন্দর চুল। ১। পিয়াজের রস চুলের জন্য অত্যন্ত উপকারী। এই রস মাথার স্কাল্পে ব্যবহার করে কিছুক্ষণ চুল ঢেকে রেখে ধুয়ে ফেলুন। চুল হালকা শুকিয়ে এলে চিরুনি দিয়ে চুল আঁচড়ান। সপ্তাহে মাত্র দুইদিন এই উপায় অবলম্বন করলে দারুণ ফল পেতে পারেন। ২। লেবুর রস একটি প্রাকৃতিক জীবাণুনাশক। এই রসও মাথার স্কাল্পে ব্যবহার করে ঘন্টাখানেক পর মাথা ধুয়ে ফেলুন। এভাবেও সপ্তাহে দুইবার ব্যবহারে ভালো ফল পাবেন। ৩। নিম পাতার রস চুলের জন্য বেশ উপকারী। উকুনের সমস্যা সমাধানে নিম পাতার রস চুলের গোঁড়ায় ব্যবহার করতে পারেন। এছাড়া নিমের তেলও চুলের সুস্থতায় উপকারী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow