ভালো মোবাইল কেনার চার টিপস!

ভালো মোবাইল কেনার চার টিপস!
স্মার্ট ফোন বর্তমান এই যুগে শুধুই বিলাসিতা নয়, বরং নিত্য প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। তবে স্মার্ট ফোনের বাজারে গেলে অনেকেই হয়তো সন্দিহান হয়ে ওঠেন কোন ফোন রেখে কোন ফোন কিনবেন! কিংবা কোন ফোনই আপনার জন্য পারফেক্ট হবে। আজ আপনাদের সাথে এমন কিছু টিপস শেয়ার করব যা আপনার ভালো মোবাইল কেনার ক্ষেত্রে সহায়ক হবে। ১. অপারেটিং সিস্টেমঃ অপারেটিং সিস্টেম স্মার্ট ফোনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়। বাজারে অনেক অপারেটিং সিস্টেম থাকলেও এর মধ্যেই বেস্ট ও জনপ্রিয় হচ্ছে গুগলের তৈরি এন্ড্রয়েড। আর অ্যাপলের জন্য আইওএস।  এতে আপনি মোটামুটি সব ধরণের অ্যাপই আপনার ফোনে ইনস্ট্যাল করতে পারবেন। ২. স্টোরেজঃ মোবাইলে র‍্যাম ও রোম এই দুই ধরণের স্টোরেজ আছে। তবে ফোনের র‍্যাম যত বেশি তত বেশি স্মুথ ফোন। অর্থাৎ আপনি ফোন চালিয়ে তত বেশি মজা পাবেন। ৩. প্রোসেসরঃ একটি ভালো ও উন্নতমানের স্মার্ট ফোনের বৈশিষ্ট্য তার শক্তিশালী প্রোসেসর। সবচেয়ে ভালো প্রসেসর হচ্ছে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন ৮৪৫ বা তার বেশি প্রসেসর। এগুলো ফোনকে সমৃদ্ধ করে। ৪. ক্যামেরাঃ বর্তমান সময়ে ১২ মেগাপিক্সেল বা তার কম ক্যামেরার ফোনগুলো একটু বেমানানই বলা যায়। তাই মোবাইল কেনার সময় খেয়াল রাখা উচিত অন্তত ১২ মেগাপিক্সেল সম্পন্ন ক্যামেরা কিনা আপনার ফোনটি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow