বেতনসহ ছুটি আদায় করতে একই স্ত্রীকে ৪ বার বিয়ে, ৩ বার ডিভোর্স !

বেতনসহ ছুটি আদায় করতে একই স্ত্রীকে ৪ বার বিয়ে, ৩ বার ডিভোর্স !
অফিস থেকে বেতনসহ ছুটি আদায় করতে একই স্ত্রীকে ৪ বার বিয়ে করে আবার তিনবার ডিভোর্সও দিয়েছেন তাইওয়ানের এক ব্যক্তি। একই স্ত্রীকে বারবার বিয়ে ও ডিভোর্স দেয়ার কারণ হিসেবে তার মুল উদ্দেশ্য ছিল অফিস থেকে পাওয়া ছুটি বেতনসহ দির্ঘায়ীত করা। গত বছরের ৬ এপ্রিল বিয়ে করেন পেশায় একজন ব্যাংকার এই ব্যক্তি। দেশের নিয়ম অনুযায়ী তিনি ৮ দিনের বৈতনিক ছুটি পেয়েছেন। কিন্তু বিয়ের ৩৭ দিনের মাথায় আবার স্ত্রীকে ডিভোর্সও দেন তিনি। তারপর ফের বিয়ের জন্য ব্যাংকে ছুটির আবেদন করেন এবং একই মেয়েকে বিয়ে করেন। এভাবে তিনবার তিন তার স্ত্রীকে ডিভোর্স দেন এবং ৪ বার বিয়ে করেন। ব্যাংক থেকে চেয়েও অতিরিক্ত বৈতনিক ছুটি না পাওয়ার দরুণ তিনি এই কাজ করেছেন বলে জানা গেছে। তবে চোরকে তো একদিন না একদিন ধরা খেতেই হবে। চতুর্থ বারের মত তিনি ব্যাংকে বিয়ের ছুটির আবেদন করলে তা ব্যাংকের নজড়ে আসে। তবে ধরা খেলেও তার ভাষ্য তিনি আইনের বিরুদ্ধে কিছুই করেন নি। এবং তদন্তে বেরিয়ে আসে এটাই সত্য। ফলে যতবারই বিয়ে হোক ব্যাংক এই ছুটি দিতে বাধ্য। তাই তাইওয়ানের নিয়ম অনুযায়ী ঐ ব্যক্তি ব্যাংকের বিরুদ্ধে ছুটি না দেয়ায় মামলা করলে ব্যাংকে ২০ হাজার  তাইওয়ান মুদ্রা জরিমানা করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow