বিবাহে আগ্রহীদের জন্য ডেটিং অ্যাপ 'হামদান'

বিবাহে আগ্রহীদের জন্য ডেটিং অ্যাপ 'হামদান'
মধ্যপ্রাচ্যের দেশ ইরান বিবাহ করতে আগ্রহী ছেলে-মেয়ে উভয়ের জন্যই তৈরি করেছে ডেটিং অ্যাপ 'হামদান'। এই অ্যাপের মাধ্যমে নারী এবং পুরুষ উভয়ে একে অপরের সাথে কুশল বিনিময় এবং পরিচিত হবার সুযোগ পাবেন। এর লক্ষ মূলত বিবাহিত দম্পতিদের বিবাহ স্থায়ী করা। কেননা সম্প্রতি দেশটিতে উদ্বেগজনক হারে বেড়েছে ডিভোর্স কিংবা তালাকের সংখ্যা।  ইসলামিক এই অ্যাপটির নাম হামদান। ফরাসি শব্দ হামদান অর্থ সঙ্গী। অ্যাপটির নির্মাতাদের দাবি, এটি কৃত্তিম বুদ্ধিমত্তার সাহায্যে 'শুধু স্থায়ী বৈবাহিক সম্পর্কে আগ্রহী অবিবাহিত পুরুষদের জন্য সঠিক জীবনসঙ্গী খুঁজে দিবেন। ইরানে নারী ও পুরুষ সঙ্গী খোঁজার জন্য বেশ জনপ্রিয় ডেটিং অ্যাপসগুলো। তবে এখন থেকে শুধু বৈধ ডেটিং অ্যাপ হিসেবে ব্যবহার করা যাবে হামদান। কেননা হামদাদ ব্যবহার করতে হলে ব্যবহারকারীকে নিজস্ব তথ্য দিয়ে ফর্ম পূরণ করতে হবে একই সাথে বৈধ পাত্র বা পাত্রী কিনা তার জন্য দিতে  হবে মনস্তাত্ত্বিক পরীক্ষা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow